সংবাদ শিরোনাম ::
পাপ’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ‘আমরা সবাই পাপী

লেখাটি পাঠিয়েছেন হান্নান মোল্লা
- আপডেট টাইম : ০৫:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ৮৪৩ ৫০০০.০ বার পাঠক
আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।’ তার যুগ অস্ত গেছে। রয়ে গেছে তার অমর বাণী। তাই দেখি আজও আমাদের নিজের পাপের খবর নেই, অন্যের পাপের খবর নিয়ে প্রাণান্ত লড়াই করি। তা-ও ফেসবুকে। আর এই ফেসবুকে আমাদের একেক জনের ভাষার শ্রী দেখলে ভাদ্রের সঙ্গমরত কুকুরও লজ্জায় মুখ ঢাকবে।
অথচ আমাদের প্রত্যেকের উচিত অন্যের নিন্দাচর্চা না করে অন্তত একবার আয়নায় নিজের মুখটা দেখা। তাহলে বুঝতে পারতাম, পাপের ঘড়া আমাদের কার কত পূর্ণ হলো!
.
আমরা অধিকাংশ নীতিবাদী মূলত সুযোগের অভাবেই চরিত্রবান। অন্য কেউ কিছু করলে তাই আমাদের সুড়সুড়ি জাগে।
#পর্যবেক্ষণঃ-
আরো খবর.......