কাশিমপুরে ধর্ষণের শিকার ১২ বছরের কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা
- আপডেট টাইম : ১১:৪৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ১৫৫ ৫০০০.০ বার পাঠক
গাজিপুর মহানগরের কাশিমপুর থানার ২নং ওয়ার্ড লতিফপুর এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণকারী যুবককে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।
গ্রেপ্তার শরিফুল ইসলাম(৩১) দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার উত্তর হযরতপুর গ্রামের নছির উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানাযায় গত ০৯মে কিশোরীর মা বাবা গার্মেন্টসে কাজে গেলে পাশের রুমের ভারাটিয়া শরিফুল ইসলাম(৩১)জোর পূর্বক নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে ওই কিশোরীকে। ফলে সে সময় ভয়ে ওই কিশোরী কাউকে কিছু বলতে সাহস পায় না ।
কিছুদিন পরে ওই কিশোরীর সারিরিক গঠন অস্বাভাবিক হওয়ায় তার দাদী হাসপাতালে নিয়ে সারিরিক পরিক্ষা নিরীক্ষা করলে,ওই কিশোরী ৬মাসের অন্তঃসত্ত্বা বলে জানান কর্তব্য রত চিকিৎসক।
পরে ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানালে ধর্ষণকারী যুবককে প্রধান আসামী করে কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে ধর্ষিতার পরিবার।
রবিবার ৪ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে কাশিমপুর থানার উপ পরিদর্শক নাহিদ আল রেজা নাহিদ সংগীয় ফোর্সসহ মহানগরের ৪নং ওয়ার্ডের হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কাশিমপুর থানার ওসি(তদন্ত) আল মামুন বলেন ধর্ষণের শিকার ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে, এবং দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।