দিনেদুপুরে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি
- আপডেট টাইম : ১১:৩৭:৫৬ পূর্বাহ্ণ, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ১৪২ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুর জেলা শহরের আবিরনগর গ্রামে দিনেদুপুরে শিক্ষক কুলসুম আক্তারের বাসা থেকে একটি ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে সংঘবদ্ধ চোর চক্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আবিরনগর নূড়িগাছ তলা এলাকায় ওই শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
কুলসুম আক্তার লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে আইসিটির সহকারী শিক্ষক।
সরেজমিন গিয়ে কুলসুম আক্তার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে তিনি ঘরে তালা দিয়ে স্কুলে যান। দুপুর ১টার দিকে বাড়ি ফিরে দেখেন সামনের দরজা ঠিক থাকলেও পিছনের দরজা খোলা। ঘরের ভেতরে সবকিছু তার এলোমেলো। ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো ঘর। আলমারিতে থাকা স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও টেবিলে থাকা একটি ল্যাপটপ লুটে নেয় চোর চক্র। ধারণা করা হচ্ছে এলাকার চিহ্নিত বখাটে চক্র এ চুরির ঘটনা ঘটিয়েছে।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (এসআই) মো. আনিছুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। শিক্ষককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তী সময় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।