প্রধানমন্ত্রীর বেঙ্গচিএ ছবি ফেইসবুকে পোস্ট করার কারণে ছাত্রদল ক্যাডার শাওন আলী গ্রেফতার
- আপডেট টাইম : ১২:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ২৫৫ ৫০০০.০ বার পাঠক
প্রধানমন্ত্রীর ছবি বেঙ্গচিএ শাওন আলীর নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে তার প্রতিবাদ করে কোতোয়ালী থানার ৩৭ নং ওয়ার্ডের উপ দপ্তর সম্পাদক সেরনিয়াবাত আরিফ প্রতিবাদ করার কারণে জীবননাশের হুমকি দেয় ছাত্রদল ক্যাডার শাওন আলী ও তার ৩ জন সহযোগিতা বেপরোয়া ভাবে মারধর করে সেরনিয়াবাত আরিফ ও ছার পায়নাই তার স্ত্রীও এলোপাতালি ছুরি আঘাত করে রক্তাক্ত করে যুবদল ক্যাডারের সন্ত্রাসী বাহিনীরা সেরনিয়াবাত আরিফের স্ত্রীকে শারীরিক নির্যাতন করে ছিনিয়ে নেওয়া হয় গলার স্বর্ণের চেইন ও নগদ টাকা ও দুইটা মোবাইল সেট ঘটনা স্থলে পুলিশ আসে সেরনিয়াবাত আরিফ বাদী হয়ে এক নাম্বার আসামি শাওন আলী দুই নাম্বার আসামি বাপ্পি সহ আরো ২ জন অজ্ঞাতা ৪ জনের বিরুদ্ধে মামলা করে কোতোয়ালী থানায় ২৩/১১/২০২২ তারিখ মামলার নাম্বার ৩৮ এক নাম্বার আসামি শাওন আলিকে গ্রেফতার করে দুই নাম্বার আসামি বাপ্পি সহ আরো দুইজন পালিয়ে যায় গোপন সূত্রে জানা যায় গ্রেফতার শাওন আলীর বাবা মোঃ রিপন আলী জামাতের কর্মী রাজশাহী জামাতের কর্মীদের ঢাকায় আশ্রয় দিয়ে থাকেন মোঃ রিপন আলী পিতা জাকির হোসেন পেশায় একজন ভূমি ভূমি সংস্কার বোর্ডের গাড়ি চালক গ্রামের বাড়ি রাজশাহী জেলায় থাকে পুরান ঢাকার কোতোয়ালী থানাধীন ওয়াজঘাটে ৬ নং রাঙ্কিং হাউজে বসবাস করেন সম্পদের পাহাড় করেছে নামে বেনামে বিভিন্ন জায়গায় বরিশাল নিউ ভাটিখানা ৪ নং সেক্টরে ৪ টি প্লট রয়েছে যার মূল্য ১ কোটি টাকার উপরে চান্দেরচর মুন্সীগঞ্জে ৫২% জমি যার মূল্য রয়েছে তিন কোটি টাকার উপরে গ্রেফতার শাওন আলীর বাবা রিপন আলীর নামে ২০১৫ সালে দৈনিক সারেজমিন পত্রিকায় একটি নিউজ হয় পরে রিপন আলীকে সার্চমেন্টও করা হয় লাভ হয়নি রিপনের টাকার জোরে ফেরত পায় চাকরি আরো অনেক সম্পদ রয়েছে নামে বেনামে অনুসন্ধান চলছে আহত যুবলীগ নেতা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।