সিলেটে জাল ভিসার কারবারি মাসুদ সিআইডি’র জালে
- আপডেট টাইম : ০৮:৩৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৪৭ ৫০০০.০ বার পাঠক
ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ও জাল ভিসা তৈরির অভিযোগে সিলেট থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিলেট মহানগরের মজুমদার পাড়ার টিএনটি কলোনি এলাকা থেকে মাসুম আহমেদ (৩৪) নামের এ যুবককে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৫ নভেম্বর) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য জানান।
তিনি জানান, সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার নির্দেশনায় মানবপাচার অপরাধ দমন ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আছলাম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করা হয়।
আজাদ রহমান বলেন- গ্রেফতারকৃত সিলেটের মাসুম কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ও জাল কানাডিয়ান ভিসা প্রস্তুতকারী মানবপাচারকারী চক্রের সদস্য। নিরীহ মানুষদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে বিদেশে পাচার করতেন তিনি। তার বিরুদ্ধে মানবপাচার সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
মাসুমের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। ভয়ঙ্কর এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি।