ষড়যন্ত্র করে সত্যকে ঢাকা দেওয়া যাবেনা,,ফারুক হাসান তুহিন
- আপডেট টাইম : ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ৪৯১ ৫০০০.০ বার পাঠক
আশুলিয়া থানা আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি গরীবের বন্ধু নিপীড়িত জনতার আস্থার প্রতিক।কোটি কোটি যুবকের আইকন,সচ্ছ রাজনৈতিক নেতা ফারুক হাসান তুহিন
এর বিরুদ্ধে কুচক্রীমহলের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন চক্রান্তের জাল।মিথ্যা তথ্যদিয়ে দুদকের কানভারী করতে মরিয়া রাজনৈতিক প্রতিপক্ষ ও জামাত শিবিরের একাধিক মামলার আসামীরা।দুদকের নোটিশ এর বিষয়ে কিছু জানেননা বলে যানান জনপ্রিয় এই নেতা।তিনি বলেন আমার জনপ্রিয়তা নষ্ট করতে যতই উপঢৌকন মেরে অপকৌশল অবলম্বন করুক না কেনো কোনো লাভ হবেনা।
আমি বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক সত্যকে বুকে লালন করেছি। মিথ্যাকে পরাজিত করে জাতির জনকের দেখানো পথ অনুসরণ করে। ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একজন সামান্য কর্মী হয়ে।বাংলার জনগন তথা নিপীড়িত জনতার পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।
সাভার আশুলিয়ায় বিরোধী দলের চামচারা অরাজকতা সৃষ্টি করতে।জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ সন্ত্রাস জঙ্গীবাদ এর ত্রাস সৃষ্টি করতে মাস্টার প্লানে আমার ও আমার পরিবার এর উপরে একটা কলঙ্ক লেপন করার পায়তারা করছে।শুধু তাই নয় দলীয় ভাবমূর্তি নষ্ট করতে দলে থাকা হাইব্রীট ও বিরোধী দলের ষড়যন্ত্রের নমুনা মাাত্র।মিথ্যার বেড়াজাল ছিন্ন করে সত্যের সততা নিয়ে সুখের সুর্য উদিত হবেই হবে ইনশাআল্লাহ। আমি ফারুক হাসান তুহিন কোনো প্রকার অপকর্মের প্রশ্রয় দিবনা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমার যুদ্ধ চলবেই চলবে।দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে,আসুন আগুন সন্ত্রাসীদের ষড়যন্ত্র মোকাবিলা করি।মন থেকে সকল হিংসাবিদ্বেস অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।একেঅপরের সহযোগীতা করি সুখী সুন্দর জীবন গড়ি।ফারুক হাসান তুহিন প্রতিষ্ঠাতা সভাপতি আশুলিয়া থানা আওয়ামীলীগ।