ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি ঢাবির ছাত্রদল নেতা হত্যার ঘটনায় উপাচার্য–প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পাকিস্তানের আকাশ সীমায় নারীর হামলায় ভারত অধ্যাদেশ বাতিল চায় এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা, ৩ দিনের কলম বিরতি লক্ষ্মীপুর আল মুঈন মাদ্রসা থেকে ছাত্রের মরাদেহ উদ্ধার মরহুম সিদ্দিকুর রহমান সাহেবের ২৫তম শাহাদাত বার্ষিকী পালিত রছুল্লাবাদ শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পুশ ইন করা ৭৫ জন বাংলাদেশি মুসলিম এবং ৩ জন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না: ডিএনসিসি প্রশাসক টাঙ্গাইলে আওয়ামী লীগের দোসরদের দিয়ে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, কুশপুত্তলিকা দাহ

প্রকৃতির নিপুন কারিগর বাবুই পাখি বিলুপ্তির পথে

আলাউদ্দিন মিয়া. নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৫:২৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ৩০৮ ১৫০০০.০ বার পাঠক

নিপুন কারিগর বলা হয় বাবুই পাখিকে। বাবুই পাখিরা শারীকভাবে ছোট হলেও তাদের জ্ঞান ভান্ডার রয়েছে প্রচুর। এক সময় গ্রাম-অঞ্চলে অবাধ বিচরণ ছিল তাদের। সুরেলা শব্দে মন মাতানো কিচিরমিচির শব্দ আগের মত এখন তেমন শোনা যায় না। বুদ্ধিমান বাবুই পাখি ও তাদের দৃষ্টিনন্দন বাসা। বয়স্করা জানান, পাখিটি খুবই বুদ্ধিমান ও দেখতে ছোট হলেও বুদ্ধিতে সব পাখিকে হার মানায়।

চোখে আর পড়ে না গ্রাম-গঞ্জের বাড়ির ধারে কিংবা পুকুর পাড়ে সারি সারি দাঁড়িয়ে থাকা তাল গাছ। তাল গাছের কচি পাতা,নারিকেল গাছের কচি পাতা, সুপারি পাতা দিয়ে বাসা তৈরি করতো নিপুন কারিগর বাবুই পাখি। বাবুই পাখি তার ছোট ঠোঁট দিয়ে এমন নিখুঁত ভাবে বাসা তৈরি করতো যে, বৃষ্টির পানি ভিতরে স্পর্শ করতে পারে না।

ছোট ঠোঁট দিয়ে তৈরি করা বাসাটি এতোটাই মজবুত ছিলো যে তা টেনেও ছেড়া যেতো না। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রকৃতির নিপুন কারিগর শিল্প বাবুই পাখি। তবে একটা সময় গ্রাম-অঞ্চলে তাদের দেখে মিলতো বেশি।

হালকা বাতাস এলেই দোলতে থাকে বাসাটি। বাসার মাঝখানে থাকে রশিদ মতো সেখানে বসে সুরেলা কণ্ঠে কিচিরমিচির করতে শুনা যেতো। বসবাস করার জন্য বাসার দুই পাশে আড়া তৈরি করতো আর সেই খানেই ডিম পেড়ে বাচ্চা ফোটাত এবং বসবাস করতো।

ভোরবেলার কিচিরমিচির, সুমধুর ডাকাডাকি আর উড়াউড়ি করতে দেখা যেতো রোজ । মুলত তালগাছেই বাসা বাঁধতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বাবুই পাখি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রকৃতির নিপুন কারিগর বাবুই পাখি বিলুপ্তির পথে

আপডেট টাইম : ০৫:২৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

নিপুন কারিগর বলা হয় বাবুই পাখিকে। বাবুই পাখিরা শারীকভাবে ছোট হলেও তাদের জ্ঞান ভান্ডার রয়েছে প্রচুর। এক সময় গ্রাম-অঞ্চলে অবাধ বিচরণ ছিল তাদের। সুরেলা শব্দে মন মাতানো কিচিরমিচির শব্দ আগের মত এখন তেমন শোনা যায় না। বুদ্ধিমান বাবুই পাখি ও তাদের দৃষ্টিনন্দন বাসা। বয়স্করা জানান, পাখিটি খুবই বুদ্ধিমান ও দেখতে ছোট হলেও বুদ্ধিতে সব পাখিকে হার মানায়।

চোখে আর পড়ে না গ্রাম-গঞ্জের বাড়ির ধারে কিংবা পুকুর পাড়ে সারি সারি দাঁড়িয়ে থাকা তাল গাছ। তাল গাছের কচি পাতা,নারিকেল গাছের কচি পাতা, সুপারি পাতা দিয়ে বাসা তৈরি করতো নিপুন কারিগর বাবুই পাখি। বাবুই পাখি তার ছোট ঠোঁট দিয়ে এমন নিখুঁত ভাবে বাসা তৈরি করতো যে, বৃষ্টির পানি ভিতরে স্পর্শ করতে পারে না।

ছোট ঠোঁট দিয়ে তৈরি করা বাসাটি এতোটাই মজবুত ছিলো যে তা টেনেও ছেড়া যেতো না। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রকৃতির নিপুন কারিগর শিল্প বাবুই পাখি। তবে একটা সময় গ্রাম-অঞ্চলে তাদের দেখে মিলতো বেশি।

হালকা বাতাস এলেই দোলতে থাকে বাসাটি। বাসার মাঝখানে থাকে রশিদ মতো সেখানে বসে সুরেলা কণ্ঠে কিচিরমিচির করতে শুনা যেতো। বসবাস করার জন্য বাসার দুই পাশে আড়া তৈরি করতো আর সেই খানেই ডিম পেড়ে বাচ্চা ফোটাত এবং বসবাস করতো।

ভোরবেলার কিচিরমিচির, সুমধুর ডাকাডাকি আর উড়াউড়ি করতে দেখা যেতো রোজ । মুলত তালগাছেই বাসা বাঁধতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বাবুই পাখি।