ই-পাসপোর্ট করতে যা প্রয়োজন
- আপডেট টাইম : ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ৩১৯ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
কোনো ধরনের ঝামেলা ছাড়াই মিলছে ই-পাসপোর্ট। কারণ এই পাসপোর্টের জন্য আপনাকে দাঁড়াতে হচ্ছে না লম্বা লাইনে। দালালের খপ্পর বা পাসপোর্ট অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা লাগছে না। সহজেই অনলাইনের মাধ্যমে যেকোনো স্থান থেকে আপনি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন। কিভাবে আবেদন করবেন তা নিয়েই আজকের আয়োজন।
ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে। অথবা পিডিএফে ফরমেটে ডাউলোড করেও ফরম পূরণ করা যাবে।
নতুন ই-পাসপোর্ট করতে হলে কিছু কাগজ সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। সেগুলো হলো-এনআইডি অথবা স্মার্ট কার্ডের ফটো কপি, পরিচয়পত্রের মূল কপি অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দেখাতে হবে। ১৮ বছরের কমবয়সীদের জন্য জন্ম-নিবন্ধন সার্টিফিকেট, বাবা-মায়ের ছবি ও এনআইডি’র কপি জমা দিতে হয়।
ই-পাসপোর্ট পোর্টালে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের জমা দিতে হবে অনাপত্তিপত্র-এনওসি এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ অবসরের প্রমাণপত্র হিসেবে পেনশন দলিল দেখানোর কথা বলা হয়েছে। এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/ নিকাহনামা এবং বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জানাতে হবে। নতুন পাসপোর্টের ক্ষেত্রে পুরাতন পাসপোর্টের ফটোকপি, জিডি কপিসহ আবেদন দাখিল করতে হবে।