সিলেটে পরিবহণ শ্রমিকদের ধর্মঘটের ডাক

- আপডেট টাইম : ০২:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১৬৭ ১৫০০০.০ বার পাঠক
সিলেট ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহণ মালিক সমিতি।
১৯ নভেম্বর শনিবার ২০২২ সিলেট বিভাগজুড়ে ১২ ঘন্টা পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহণ মালিকদের সংগঠনটি।
১৬ নভেম্বর ২০২২ বুধবার সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেট সম্প্রীতির নগরী।
আমরা সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। এই প্রতীকি ধর্মঘট আগে থেকেই আমাদের ধার্য্য ছিল। ফলে বিএনপির সমাবেশ প্রতীকি ধর্মঘটের মধ্যে অটো পড়ে গেছে।
তিনি আরে বলেন, গত ৭ নভেম্বর সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ ও অটোরিকশায় গ্রীল লাগানোর দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। দাবি না মানলে আগামী ১৯ নভেম্বর প্রতীকি ধর্মঘট পালনের তারিখ ধার্য্য ছিল। তখন তারা জানতেন না, বিএনপির সমাবেশ ওই তারিখেই। ফলে ওইদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতীকি ধর্মঘট পালন করা হবে।