আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী
- আপডেট টাইম : ১০:১৯:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১
- / ২৭৩ ৫০০০.০ বার পাঠক
পাথরঘাটা প্রতিনিধি।
বরগুনার আমতলীতে স্ত্রী রাবেয়া বেগমকে (৩৫) লোহার এঙ্গেল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ওলিউল্লাহ্কে (৪০) আটক করেছে আমতলী থানা পুলিশ।
আজ সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা এলাকার আবদুল আজিজ মোল্লার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুলিশাখালী এলাকার মো. ছাত্তার এর ছেলে ওলিউল্লাহ তার স্ত্রী রাবেয়া বেগমকে নিয়ে প্রায় ১০ বছর আগে আমতলী পৌরসভার ১ নং ওয়াডে বসবাস করতেন। প্রায় পারিবারিক কলহের বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে লোহার এঙ্গেল দিয়ে আজ সকালে পেটিয়ে অজ্ঞান করে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে মৃত্যু দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্বামীকে পুলিশ আটক করে।
আমতলী থানার অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার বলেন, পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। স্বামী ওলিউল্লাহকে আটক করা হয়েছে। লাস ময়নাতদন্তের জন্য বরগুনা পাঠানোর কার্যক্রম চলছে। তদন্ত চলমান আছে পরবর্তীতে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।