সিলেট ওসমানী কোয়ার্টারের ছাদ থেকে ৪ লক্ষ টাকার ঔষধ উদ্ধার করলেন পরিচালক

- আপডেট টাইম : ০১:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ২৪৮ ১৫০০০.০ বার পাঠক
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাসার ছাদের চিলেকোঠা থেকে ৪ লক্ষ টাকার সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়ার নেতৃত্বে বুধবার ১৬ নভেম্বর দুপুরে রিকাবীবাজার পুরাতন মেডিকেল স্টাফ কোয়ার্টার ১১/জ বাসার চিলেকোঠা থেকে পরিত্যক্ত অবস্হায় ঔষধ উদ্ধার করা হয়।
ঔষধ উদ্দারের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া।
জানা যায় সিলেট গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালিয়ে রিকাবীবাজারস্হ পুরাতন মেডিকেল স্টাফ কোয়ার্টার ১১/জ বাসার চিলেকোঠা থেকে আনুমানিক ৩/৪ লক্ষ টাকার সরকারি ওষুধ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিঠি গঠন করা হবে বলে জানা গেছে,
এবিষয়ে ওসমানী হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ এটি তদন্ত কমিঠি গঠন করা হবে, ঔষধ পাচারের সাথে জরিতদের চিন্হিত করে তাদের সকলের বিরোদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্হা গ্রহণ করা হয়।