দেশে এইচ,এস সি ও সমমানের সকল পরিক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানিয়েছেন সাইজ উদ্দিন মোল্লা
- আপডেট টাইম : ০৩:২৯:০৬ অপরাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ১৯৬ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগরের ৩ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর কাশিমপুর থানা আওয়ামীলীগ এর ১ নং যুগ্ন সাধারন সম্পাদক সাইজ উদ্দিন মোল্লা একটি বিশেষ বিবৃতি বলেন।আলোর পিছনে অন্ধকার থাকবেই,ঠিক তেমনি আপনি যত ভালোকাজ করুন না কেনো।একশ্রেণীর কুচক্রীমহল সেটাকে অন্য চোঁখে দেখবে।ঠিক তেমনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ ও জামাত শিবিরের প্রেতাত্মা রা।আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাহিনী অবলম্বন করে গুজব ছড়াচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী।মিথ্যা নাটকে উপনীত হয়ে উপঢৌকন মেরে লাভ হবেনা।আমি জনগনের সেবক জনপ্রতিনিধি। আমাকে জনগনের কাছ থেকে দুরে সরাতে পারবেন না।জনগনের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে,নিরন্ন উপবাসী নির্যাতিত নিপীড়িত জনতার পাশে থাকবোই থাকবো।কুচক্রী মহলের পাতানো ষড়যন্ত্রের ভয়ে আমি আমার দায়িত্ব থেকে বিন্দুমাত্র পিছপা হবোনা।সেই সাথে বলছি।দেশে এইচ এস সি ও সমমানের পরিক্ষা চলছে সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন।তোমরা আগামীর ভবিষ্যৎ মা বাবার চো্ঁখের মনি শোনালী স্বপ্ন।তোমরা তোমাদের মা বাবার স্বপ্ন কে বিনিষ্ট করে দিওনা। একজন পিতা মাথার ঘাম পায়ে ফেলে,মা নিজে না খেয়ে তেমার পরিক্ষার ব্যবস্থা করেছে।ভাই নিজে ভালো কাপড় পরিধান না করে তোমার স্কুল ড্রেস কিনে দিছে। নিজে পায়ে হাটছে কিন্তুু তোমার স্কুল কলেজ যাওয়ার জন্য সাইকেল কিনে দিছে।তোমরা একটি বার বোঝার চেষ্টা করো বাবা মা ভাই ব্রাদার বা পরিবারের অন্য সদস্যদের কে।বাবা ঔষধ কিনছেনা তোমার পরিক্ষার টাকা লাগবে। অপরদিকে অভিভাবক কে ও বুঝতে হবে। আপনার সন্তান কার সাথে মিসছে। কার সঙ্গ দিয়ে বিপথগামী হচ্ছে।কোথায় যায় কার সাথে মিসছে রাত্র কয়টায় বাড়ি ফিরছে। গণ্যমান্য ব্যাক্তিবর্গের ময়মুরুব্বি ছোট বড় সকলের সাথে ভালো ব্যবহার করছে কি না। স্কুলে যায় কি না স্কুলের পড়া পড়চে কি না। শিক্ষকদের সাথে সদাচরণ করে কি না। সন্তানদের সাথে একটু সময় দিন,সব কিছুর মধ্যদিয়ে পরিবারের সাথে সময় দিয়ে নিজেকে ভালো অভিভাবক হয়েছেন এটা প্রমান করুন। আপনার সন্তানের পরিক্ষার সাথে আপনিও পরিবারের একজন দক্ষ অভিভাবক এটার পরিক্ষা দিন। এবার বলি দেশের কথা,ববঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামীলীগ এর বিকল্প নাই,শেখ হাসিনার বিকল্প নাই।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর সোনার বাংলা গড়ার স্বপ্ন।হতদরিদ্র মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন,বাংলার জনগনের জন্য জীবনের অর্ধেক সময় পার করেছেন জেল খানায়।তারই আদরের দুই কন্যা আজ বাংলার আঁকাশে বাংলার মানুষের ভাজ্ঞাকাশে উড়িয়েছে উন্নয়নের রোল মডেল।বাংলার রাজাকার আলবদর আলসাম বেঈমান বিশ্বাসঘাতক মুনাফেক এর দল বঙ্গবন্ধু ও তার স্ব পরিবার কে হত্যা করে বাংলার আঁকাশে ঢেকে দিয়েছিলো দুখের কালো মেঘে। কিন্তুু কথায় বলে রাখে আল্লাহ মারে কে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহামনের দুই কন্যাকে বাঁচিয়ে রেখেছেন বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে।সোনার বাংলা কে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে। আজ তারই ধারাবাহিকতায় গাজীপুর মহানগরের ৩ নং ওয়ার্ড কে আজ আঁধুনিকতার সাজে সজ্জিত। বাংলাদেশ আওয়ামীলীগ এর গাজীপুর জেলার সভাপতি বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মেজাম্মেল হক।আমার রাজনৈতিক গুরু আমার রাজনৈতিক অভিভাবক এবং মহানগর আওয়ামীলীগ এর উর্দ্ধতন নেতাকর্মীদের সলাপরামর্শে আমি ও আমরা নিজ নিজ ওয়ার্ড কে আঁধুনিকতায় সাজাতে একযোগে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ।বিরোধী দলের চামচা রা বাংলার মানুষ কে বিপাকে ফেলতে এক এক সময় এক এক রকম গুজব ছড়িয়ে বিপথে চালিত করার মাস্টার প্লান করে যাচ্ছে। বাংলার জনগন এখন আর বোকা নই নিজেদের ভালো পাগলেও বোঝে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামীলীগের সরকার বার বার দরকার।বাংলাদেশ আওয়ামীলীগ গাজীপুর মহানগর কাশিমপুর থানা শাখার সকল সহকর্মীদের সাথে নিয়ে।অত্র অন্চল থেকে মাদকসেবী মাদককারবাী,সন্ত্রাস জঙ্গিবাদ,দালাল বাটপার, চাটুকার নির্মুল করতে কাজ করে চলেছি। আর কোনো মা বোন ভাই ব্রাদার অগ্নিসন্ত্রাসের দাবানলে না পুড়ুক।সন্ত্রাসীর আস্থানা কাশিমপুরে রাখবো না।বিরোধী দলের চামচারা হুাসিয়ার সাবধান।আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মন থেকে সকল হিংসাবিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।ক্ষমতার লোভ না করে মমতায় বেঁধে রাখি বাংলার জনগনকে।প্রতিবেশীদের প্রতি সজাগ দৃষ্টি রেখে মানব কল্যানে করি। সাধ্য অনুযায়ী সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে একেঅপরের সহযোগী তা করি। সাইজ উদ্দিন মোল্লা কাউন্সিলর ৩ নং ওয়ার্ড গাজীপুর মহানগর। ১ নং যুগ্ন সাধারন সম্পাদক কাশিমপুর থানা আওয়ামীলীগ।বর্তমান চলছে