সংবাদ শিরোনাম ::
সিলেটের মানুষ মশার জ্বালায় অতিষ্ট, সিটি করপোরেশন এর কোন উদ্যোগ নেই

মোঃ আবুল কালাম সিলেট মহানগর প্রতিনিধি
- আপডেট টাইম : ১২:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ৩৫৪ ৫০০০.০ বার পাঠক
সিলেট কর্পোরেন এখন ৪২ টি ওয়া্ড নিয়ে গঠিত, সিলেট সিটি করপোরেশন এর মানুষ মশার জালায় অতিষ্ট, কয়েল ছাড়া ঘরে বসা বিশম দায়,বাহিরে হাটা চলা করা যায়ই না সন্ধা পর, তার উপর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে শতশত মানুষ ডেঙ্গু মশার কামড় থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, সিলেট সিটির্কপোরেশন এর কোন উদ্যোগ নেই, আগে মাজে মাজে মশার ঔষধ দেওয়া হতো এই বছর আরো বেশি। মশা সিটি করপোরেশন কোন মশার ঔষধ দিচ্ছে না, এটা বিভিন্ন ওর্য়াড ঘুরে ঘুরে সাধারন মানুষের কথা, এখনই মশার ঔষধ মারা জরুরি বলে মনে করেন, সচেতন মহল, এতে সব জানতে সিটি মেয়র কে কল দিলেও উনি ফোন রিসিব করেন নি, সাধারণ মানুষের কথা অতিসত্বর সিলেট সিটির সকল ওয়ার্ডে মশার ঔষধ দেওয়া হউক।
আরো খবর.......