সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি জকিগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন
- আপডেট টাইম : ০৫:০০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ২৭১ ৫০০০.০ বার পাঠক
সিলেট জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোনীত হয়েছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন। এ উলপক্ষে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাঁর হাতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক তুলে দেন।
রোববার (১৩ নভেম্বর) অক্টোবর মাসের মাসিক কল্যাণ সভায় অভিন্ন মানদণ্ড পর্যালোচনায় সকল ক্যাটাগরিতে তাকে শ্রেষ্ঠ ওসি মনোনীত করা হয়।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন- ‘প্রকৃতপক্ষে জকিগঞ্জ থানার সকল পদের (কনস্টেবল হতে ওসি তদন্ত পর্যন্ত) পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সম্মাননা স্মারক। এই সম্মাননা স্মারকটি টিম জাকিগঞ্জের সকল সদস্যদের প্রতি উৎসর্গ করলাম। পাশাপাশি সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন স্যার ও জকিগঞ্জ থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান ও শ্রেষ্ঠত্বের এই সম্মাননা স্মারক গ্রহণ করেন। এই শুভক্ষণে জকিগঞ্জ থানর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর করার লক্ষ্যে জকিগঞ্জবাসী সহ সংশ্লিষ্ট সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।