চার দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের শিক্ষা বোর্ড ঘেরাও
- আপডেট টাইম : ০২:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ৩৪৭ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
করোনার সময় শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে চার দফা দাবিতে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
বিক্ষোভকারীরা জানান, করোনার মধ্যে দেশজুড়ে শিক্ষার্থী ও তার পরিবারের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য সেমিস্টার ফি ও অতিরিক্ত ফি প্রদান অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীদের অনেকেরই ঝরে পড়ার আশঙ্কা করছেন।
এজন্য অতিরিক্ত ফি আদায় ও সেমিস্টার ফি আদায় চরম অমানবিকতার পরিচয়। অবিলম্বে সেমিস্টার ফি ও অতিরিক্ত ফি মওকুফের দাবি জানান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরো বলেন, আমরা কোনো সহিংস আন্দোলনে বিশ্বাস করি না। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত প্রয়োজনে সারাদিন আমাদের কর্মসূচি পালন করবো।
জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধিন প্রতিষ্ঠানগুলোতে চার বছরের ডিপ্লোমা করানো হয়। চার বছরে মোট আটটি সেমিস্টার। আগস্ট মাসে ভর্তি হয়ে জানুয়ারি মাস পর্যন্ত (আগস্ট-জানুয়ারি) সেমিস্টার অনুষ্ঠিত হয়। দেশের শিক্ষা ব্যবস্থার এই ধারায় ১৪ লাখ শিক্ষার্থী রয়েছেন।
করোনার কারণে ১১ মাস ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় ইতোমধ্যে তারা দুই সেমিস্টার পিছিয়ে পড়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা বোর্ডের কাছে চারটি দাবি জানিয়েছেন তারা।