সিলেট মহানগর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সুফিয়া ইকবাল সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মরিয়ম পারভীন
- আপডেট টাইম : ০১:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ২৫৯ ৫০০০.০ বার পাঠক
সিলেট মহানগর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রিকাবী বাজার কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে মহানগর যুব মহিলা লীগ সম্মেলন প্রস্ততি কমিটির সনিয়র সদস্য সুফিয়া ইকবাল খান এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি জাকিয়া পারভীন খানম এম পি ।
সিলেট মহানগর যুব মহিলা লীগের সম্মেলন প্রস্ততি কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মরিয়ম পারভীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি ইসরাত জাহান, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি আশরাফনুনেছা পারুল, হোসনে আরা হাসু, কাজী শাহনাজ মতিন ঘুর্ণী, ইয়াসমিন আক্তার পপি, বাংলাদেশ যুব মহিলালীগের যুগ্ম সম্পাদক শাহনাজ পারভীন ডলি।
সন্মেলনের দ্বিতীয় পর্বে আলোচনা শেষে নাজমা আক্তার সকলের মতামতের ভিত্তিতে সুফিয়া ইকবাল খানকে সভাপতি ও ইঞ্জিনিয়ার মরিয়ম পারভীনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
সম্মেলনে যুব মহিলা লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ মহানগর প্রতিটি ওয়ার্ডের যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।