বিএনপি নেতা কামাল হত্যার ঘটনায় মামলা, খুনিদের খুজে পেরেশান র্যা ব-পুলিশ
- আপডেট টাইম : ০৪:৪৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ২১৭ ৫০০০.০ বার পাঠক
সিলেটে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা আ ফ ম কামাল খুনের ঘটনায় দুদিন পর মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো অধরা খুনিরা। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে ও র্যা ব পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি- অভিযুক্তরা বারবার নিজেদের জায়গা ও মোবাইল ফোনের নাম্বার পরিবর্তন করায় তাদের অবস্থান শনাক্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, মঙ্গলবার নিহতের ভাই মইনুল হক বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে এসএমপির উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, মামলায় আসামি হিসেবে আজিজুর রহমান সম্রাটসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
গত রবিবার রাত ৯টার দিকে মহানগরের আম্বরখানা বড়বাজার এলাকায় প্রাইভেটকার আটকিয়ে সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামালকে ছুরিকাঘাত করে খুন করা হয়। এ ঘটনায় সমগ্র সিলেটে তোলপাড় সৃষ্টি হয়। তবে ঘটনার পর দুইদিন পেরিয়ে গেলেও এ প্রতিবেদন (মঙ্গলবার রাত সাড়ে ১১টা) লেখা পর্যন্ত কোনো খুনি গ্রেফতার হননি।
এ বিষয়ে উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন- ‘পুলিশের একাধিক দল সুনামগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জসহ একাধিক স্থানে অভিযান চালালেও খুনিদের গ্রেফতার করা যায়নি।’
আসামিরা কৌশলী উল্লেখ করে পুলিশের এ কর্মকর্তা জানান, আসামিরা খুবই ধূর্ত। তারা দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং মোবাইল ফোন নাম্বার পরির্বতন করছে। তবে আমরা আশাবাদী- তারা খুবই দ্রুত ধরা পড়বে।’
প্রায় একই বক্তব্য র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৯-এরও। র্যা ব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল-আলম বলেন আমরাও আমাদের নিজস্ব পদ্ধতিতে চেষ্টা চালাচ্ছি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে। তবে এখনও কাউকে ধরতে পারিনি। খুনিরা দ্রুত তাদের অবস্থান পাল্টে নেয়। আমরা সফল হলে দ্রুত গণমাধ্যমকে জানাবো।