কিশোরগঞ্জে ভৈরব, বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিতহ ২’জন আহত ৩
- আপডেট টাইম : ১০:২৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৭৫ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জ ভৈরব আঞ্চিলক সড়কে
রোববার(০৬নভেম্বর)সকাল সাড়ে ৮টা দিকে কুলিয়ারচর ছয়সূতি নওগা বাস্ট্যান্ড
এলাকায় বাস-সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৩জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার ৩২বাস্টেন জামাল মিয়ার ছেলে সিএনজি চালক রিফাত মিয়া(২৬)ও বাক্ষন কান্দী গ্রামের সমির মিয়ার মেয়ে জোহরা বেগম(৬৫) বলে জানা যায়, আহত হলেন মাদারীপুরের দেলোয়ার, কিশোরগঞ্জ সদরের আরো ৩ জন।
প্রত্যক্ষদর্শী জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহ গ্রামী সৌখিন এক্সপ্রেস নং ব- ১১-০২২১ ময়মনসিংহ একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি গাড়িটি দুমড়ে-মুছড়ে যায় এবং চালকসহ দু’জন ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া আহত হন আরও ৩ জন।
ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মোজ্জামেল হক বলেন স্হানীয় সূত্রে জানা গেছে, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের নওগা বাসস্ট্যান্ড এলাকায় সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। এছাড়া আরো ৩ জন আহত হন আহতে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হয়,এবিষয়ে আইন গত ব্যবস্হা প্রক্রিয়াধীন।