বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে দীর্ঘদিন থেকে পলাতক ৬ মামলার পরোয়ানাভুক্ত আসামী ডাকাত আলাল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে
- আপডেট টাইম : ০১:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ২০৯ ৫০০০.০ বার পাঠক
বৃহস্পতিবার রাতে বড়লেখা বেড়েঙ্গা চা বাগানে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ডাকাত আলাল আহমদ (৩০) বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সাদিমাপুর বাঙ্গালহুদা গ্রামের মৃত আনফর আলী ছেলে। তার বিরুদ্ধে থানায় ৪টি ডাকাতি মামলাসহ ৬টি মামলা রয়েছে। সে আদালতের পরোয়ানাভুক্ত আসামী ছিল।
বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান, এসআই প্রলয় রায়, যীশু দত্ত, আবীর সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বড়লেখার দূর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিনে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে ১৪টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরো ৫ আসামীকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীরা চেক জালিয়াতির মামলায়সহ বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামী ছিলো।
তারা হলেন- উপজেলার চারখাই এলাকার ইমরান আহমদ, খসির বৈরাগীবাজার এলাকার অসিত কুমার সেন, একই এলাকার আইনুল হক, লাউতার বাহাদুরপুর এলাকার বাউরাটুল গ্রামের বলাই মিয়া এবং মিনারাই গ্রামের জামিল হোসেনকে গ্রেপ্তার বিয়ানীবাজার থানার পুলিশ কর্মকর্তারা।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, জেলা পুলিশ সুপারের নিদের্শনা এবং জকিগজ্ঞ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক তত্বাতবধানে বিয়ানীবাজার থানায় নিয়মিত আদালতের পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করা হচ্ছে। এছাড়াও থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় পুুলিশ বাহিনী সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন।