সংবাদ শিরোনাম ::
সিলেট বিআরটিসি ডিপোর সাথে খুলনা বিআরটিসি ডিপোর সরাসরি গাড়ি চলাচলে প্রয়োজন কয়েকটি নতুন গাড়ির সংযোজন ও কয়েকটি পুরাতন গাড়ি মেরামতকরন
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০১:২১:১১ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ৬৮৮ ৫০০০.০ বার পাঠক
মোহাম্মদ আবু কাউসার তুষার রিপোর্টার।।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাংলাদেশ সরকারের নিজস্ব পরিবহন ব্যবস্থা। যাত্রীবাহি গাড়ি ও মালবাহি গাড়ি দ্বারা পরিচালিত বিআরটিসি। বর্তমান সরকারের আমলে- বহুগাড়ি আমদানী করা হয়েছে- কিছু গাড়ি সার্ভিসিং করলে উক্ত গাড়িগুলো রাস্তায় নামানো সম্ভব- তথ্যমতে জানা যায়।
সুত্র জানান- দেশের সিলেট বিভাগ ও খুলনা বিভাগের সাথে অবাধ চলাচলের সুযোগ তৈরী করে দিতে প্রয়োজন- সিলেট বিআরটিসি ডিপো ও খুলনা বিআরটিসি ডিপোতে- নতুন কয়েকটি গাড়ি সংযোজন ও পুরাতন গাড়ি মেরামত করে সিলেট হতে খুলনা রুটে যাত্রীবাহি গাড়ি ও মালবাহি গাড়ি চলাচলের সুযোগ তৈরীকরন।
এতে আরো বেশি অর্থনৈতিক চাকা সচল হবে- সবার জন্য- তথ্য মতে জানা যায়।বিআরটিসি-খুলনা ডিপোর ব্যবস্থাপক – জাহাঙ্গীর আলম ও সিলেট ডিপোর ব্যবস্থাপক – মোহাম্মদ জুলফিকার আলী।
আরো খবর.......