সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জে এই প্রথম ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন
- আপডেট টাইম : ১২:৩২:২৪ অপরাহ্ণ, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ১৫১ ৫০০০.০ বার পাঠক
সিলেট থেকে প্রায় নববই কিলোমিটার দূরবর্তী উপজেলা হচ্ছে জকিগঞ্জ, জকিগঞ্জের মানুষ চিকিৎসা বিষয়ে নানা সমস্যা পোহাতে হয় নানা ভাবে,জকিগঞ্জর মানুষের চিকিৎসার বিষয় চিন্তা ভাবনা করে জকিগঞ্জের সোনাসারস্থ বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোয়াজ্জেম ইসলাম বলেন আমার একটি স্বপ্ন ছিলো আমার এলাকার মানুষের সেবা করা সেই স্বপ্ন থেকে আমি এম.বি.বি.এস পরিক্ষায় উত্তিন হওয়ার পর থেকেই আমার নিজ এলাকায় অবস্থান করি এবং একটু একটু করে চিকিৎসা সেবা বিস্তৃত করে আসছি।এখন আমি বলতে চাচ্ছি আর নয় সিলেটে এখন থেকে এসব সেবা পাবেন জকিগঞ্জের কালিগঞ্জে
অত্যাধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ ফিজিওথেরাপিস্ট দ্বারা এখন ফিজিওথেরাপি সেবা পাবেন কালিগঞ্জ বাজারে তাহমিদ ফিজিওথেরাপি সেন্টারে।
এখানে সব ধরনের ফিজিওথেরাপি দেয়া হয় যেমন
শর্টওয়েবে ডায়াথার্মী, ট্রাকশন , আল্ট্রাসাউন্ড থেরাপি, মেকানিক্যাল ফোর্স, বায়োমেকানিক্স ( মুভমেন্ট), ম্যানুয়াল থেরাপি, এক্সারসাইজ থেরাপি, ইলেক্ট্রোথেরাপি এবং বিভিন্ন ধরনের ইভিডেন্স বেইজড ফিজিক্যাল থেরাপি এপ্রোচ বা টেকনিকের মাধ্যমে ফিজিওথেরাপিস্ট রোগীকে থেরাপি দিবেন।
ফিজিওথেরাপির মাধ্যমে একজন রোগী
ব্যথা থেকে মুক্ত হয়ে কাজে ফিরতে পারে ।
প্যারালাইসিস থেকে সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারে ।
আঘাত জনিত ইনজুরি থেকে সুস্থ হয়ে আগের অবস্থানে ফিরে যেতে পারে ।
নার্ভের সমস্যা জনিত ব্যাথা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।
পিএলআইডি (ডিস্ক প্রলাপস), হার্নিয়েটেড ডিস্ক এধরনের রোগীদের ব্যাথা কমাতে সাহায্য করে।
ঘারে ব্যাথা (সার্বাইকাল সপন্ডিলাইটিস) এর নিরাময়ে।
একজন বয়স্ক লোকজন ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সব সময় কর্মক্ষম থাকতে পারে ।
পরিশেষে ডাক্তার মোয়াজ্জেম ইসলাম সকলের কাছে দোয়া প্রার্থী।