ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
অধ্যাদেশ বাতিল চায় এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা, ৩ দিনের কলম বিরতি লক্ষ্মীপুর আল মুঈন মাদ্রসা থেকে ছাত্রের মরাদেহ উদ্ধার মরহুম সিদ্দিকুর রহমান সাহেবের ২৫তম শাহাদাত বার্ষিকী পালিত রছুল্লাবাদ শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পুশ ইন করা ৭৫ জন বাংলাদেশি মুসলিম এবং ৩ জন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না: ডিএনসিসি প্রশাসক টাঙ্গাইলে আওয়ামী লীগের দোসরদের দিয়ে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, কুশপুত্তলিকা দাহ নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত মূলতবি মেক্সিকোতে নির্বাচনি প্রচারণার সময় মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা

সিলেট বিভাগের ২টি উপজেলা, ১টি পৌরসভা ও ৪টি ইউপিতে চলছে স্থানীয় সরকার নির্বাচন

সৈয়দ মহিবুর রহমান মিছলু সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান।।
  • আপডেট টাইম : ১২:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ১৮২ ১৫০০০.০ বার পাঠক

সিলেট বিভাগের চার উপজেলার দুই উপজেলা পরিষদ, এক পৌরসভা ও চার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ (২ নভেম্বর) বুধবার। সবকটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। কোথাও বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল ৮টায় ওসমানীনগর উপজেলা পরিষদ, বিশ্বনাথ পৌরসভা, গোয়াইনঘাটের দুটি ইউনিয়ন পরিষদ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।

বিশ্বনাথ পৌরসভা : এটি এই পৌরসভার প্রথম নির্বাচন। নির্বাচনে মেয়র পদে ৭ জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার ৩৫ হাজার ৪৭০ জন। তার মধ্যে পুরুষ ১৮ হাজার ২৭৯ ও মহিলা ১৭ হাজার ১৯১ জন। এখানে মোট ভোট কেন্দ্র ২০টি।
বিশ্বনাথে নির্বাচন চলাকালীন সময়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে বিশ্বনাথ বাজারস্থ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ কেন্দ্রে এসংঘর্ষের ঘটনা ঘটে। দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ওসমানীনগর উপজেলা পরিষদ: সকাল থেকে ৫৪টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এই উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৭১ জন। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরেজমিন ঘুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে ভোটের হিসাব নিকাশে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী শামীম আহমদ এগিয়ে রয়েছে।

জগন্নাথপুর উপজেলা পরিষদ: এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ৮৯ হাজার ৩৯ জন।

গোয়াইনঘাট ৪ ইউনিয়ন পরিষদ: উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন, ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন থেকে ৫ জন, ১১ নম্বর জাফলং ইউনিয়ন থেকে ৫ জন এবং ১২ নম্বর গোয়াইনঘাট সদর ইউনিয়ন থেকে ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থী রয়েছেন।

সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তবে কেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি। পর্যাপ্ত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে।

সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ জানান, ভোটগ্রহণকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃখলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল। কোথাও অনিয়ম বা বিশৃংখলার খবর পাওয়া যায়নি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সিলেট বিভাগের ২টি উপজেলা, ১টি পৌরসভা ও ৪টি ইউপিতে চলছে স্থানীয় সরকার নির্বাচন

আপডেট টাইম : ১২:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

সিলেট বিভাগের চার উপজেলার দুই উপজেলা পরিষদ, এক পৌরসভা ও চার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ (২ নভেম্বর) বুধবার। সবকটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। কোথাও বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল ৮টায় ওসমানীনগর উপজেলা পরিষদ, বিশ্বনাথ পৌরসভা, গোয়াইনঘাটের দুটি ইউনিয়ন পরিষদ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।

বিশ্বনাথ পৌরসভা : এটি এই পৌরসভার প্রথম নির্বাচন। নির্বাচনে মেয়র পদে ৭ জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার ৩৫ হাজার ৪৭০ জন। তার মধ্যে পুরুষ ১৮ হাজার ২৭৯ ও মহিলা ১৭ হাজার ১৯১ জন। এখানে মোট ভোট কেন্দ্র ২০টি।
বিশ্বনাথে নির্বাচন চলাকালীন সময়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে বিশ্বনাথ বাজারস্থ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ কেন্দ্রে এসংঘর্ষের ঘটনা ঘটে। দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ওসমানীনগর উপজেলা পরিষদ: সকাল থেকে ৫৪টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এই উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৭১ জন। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরেজমিন ঘুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে ভোটের হিসাব নিকাশে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী শামীম আহমদ এগিয়ে রয়েছে।

জগন্নাথপুর উপজেলা পরিষদ: এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ৮৯ হাজার ৩৯ জন।

গোয়াইনঘাট ৪ ইউনিয়ন পরিষদ: উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন, ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন থেকে ৫ জন, ১১ নম্বর জাফলং ইউনিয়ন থেকে ৫ জন এবং ১২ নম্বর গোয়াইনঘাট সদর ইউনিয়ন থেকে ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থী রয়েছেন।

সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তবে কেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি। পর্যাপ্ত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে।

সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ জানান, ভোটগ্রহণকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃখলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল। কোথাও অনিয়ম বা বিশৃংখলার খবর পাওয়া যায়নি।