রায়হানপুরে দিনে-দুপুরে বরযাত্রীর গাড়ী থেকে ব্যাটারী চুরি

- আপডেট টাইম : ০৫:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ২৭৫ ৫০০০.০ বার পাঠক
পাথরঘাটা,প্রতিনিধি।।
আজ ৩১ শে জানুয়ারী (রবিবার) বিকেল ০৪ টার দিকে
পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইইউনিয়নের কড়ইতলা গ্রামে মোঃ রাজ্জাক (৪৭) এর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিলো। দুপুর ৩ টার দিকে প্রথম পর্বে পুরুষরা খাবার খায়, পরে দ্বিতীয় পর্বে মহিলাদের খাবার শুরু হয়। বরযাত্রীর সিএনজি ড্রাইভার একটু বিশ্রাম করে গাড়ীর কাছ থেকে ঘুরে আসলে তখন সব ঠিকঠাক ছিলো, কিন্তু একটু পরে আসর নামাজ আদায় করার জন্য পাশেই হাজীবাড়ী জামে মসজিদে নামাজ আদায় করে। পরে গাড়ীর কাছে এসে দেখেন গাড়ী আছে কিন্তু গাড়ীর ব্যাটারী নেই।
গাড়িওয়ালা এই গাড়ী চালিয়ে তার সংসার চালায়। এখন কি করবে ভাবতে তার চোখের পানি ঝরে। আর বলেন বিয়ে খেতে এসে এই ধরনের সমস্যায় পরতে হবে তা বুঝি নি।
এই ব্যাপারে জানতে চাইলে মেয়ের বাবা এবং স্থানীয়রা বলেন বিগত সময় এই ধরনের ঘটানা এই এলাকায় ঘটে নি। এই কাজ কে করছে খুঁজে দেখি কি করা যায়।