আশুলিয়ার বুড়ির বাজার থেকে অপহরনকৃত দুইজন গ্রেফতার মুল আসামী ধরা ছোয়ার বাহিরে।
- আপডেট টাইম : ১১:০৩:১১ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
- / ৩৩৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
সিরাজগন্জ জেলার কাজীপুর থানার নবম শ্রেণীর ছাত্রী অপহরণকৃত মামলার আসামী গ্রেফতার (২)।ঢাকা জেলার আশুলিয়া থানার বুড়ির বাজার এলাকা থেকে গ্রেফতার করলেও মুল আসামী ধরাছোঁয়ার বাহিরে।গত ২০/০১/২০২১ নবম শ্রেনী ছাত্রী অপহরনকৃত সোনিয়ার মামা আব্দুস সালাম,পিতা মৃত আজমত আলী প্রধান।বাদি হয়ে ৬ জন আসামীর বিরুদ্ধে,সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করে মামলা রুজু করেন।তারই পরিপেক্ষিতে আশুলিয়া থানার চৌকস পুলিশ অফিসারদের সহযোগীতায় (৫) নং আসামী হাফিজুর এবং (৬) নং আসামী লিটনকে গ্রেফতার করেন।উক্ত মামলার (১) নং আসমাী..ফজলুর রহমান (৩০) পিতা মোঃ আব্দুর রশিদ.(২)মোঃ আব্দুর রশিদ (৫০) পিতা মৃত সেজাব উদ্দিন (৩).ফজিলা খাতুন (৪৫) স্বামী মোঃ আব্দুর রশিদ(৪) মন্টু মিয়া নৌকা চালক (২০) পিতা মোঃ হাসেম আলী(৫).হাফিজু রহমান(২৯) পিতা ঠান্ডু মিয়া (৬) লিটন (২৮) পিতা কান্চা মিয়া।সর্ব সাং ভাটুয়াজগন্নাথপুর থানা কাজিপুর জেলা সিরাজগন্জ।অপহরনকৃত সোনিয়া(১৪)আফজাল হোসেন মেমরিয়াল কিন্ডারগার্ডেনে নবম শ্রেনীর ছাত্রী।আসামীরা যোগ সাজকে,তিন তিন বার বিবাহিত ফজলুর রহমানের,সন্তান সন্তানাদি পরিবার থাকা সত্বেও,তার পরিবারে বিবাহ দেওয়ার জন্য অপহরন করিয়াছেন।আসামীরা সন্ত্রাসী দেশদ্রোহী রাজাকার বাহিনীর সুরা সদস্য।যে কোনো মুহুর্তে অপহরণকৃত সোনিয়াকে জীবনে মেরে ফেলতে পারে।সোনিয়ার মামা আব্দুস সালাম এবং তার পরিবার ও এলাকাবাসীর দাবী।অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন।এলাকাবাসী বলেন প্রশাসনের ব্যবস্থাগ্রহনে অবহেলা করলে।অকালে ঝরে যেতে পারে নবম শ্রেনী ছাত্রী কোমলপ্রান সোনিয়ার জীবন।অপহরণকৃত সেনিয়াকে খুঁজেপেতে দুষ্কৃত নারী লোভী সন্রাস একাধিক বিবাহের নায়ক ফজলু ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন এলাকবাসী।