পহেলা নভেম্বর থেকে সিলেট শারজাহ বিমানের সরাসরি ফ্লাইট চালু
- আপডেট টাইম : ০৬:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৯৬ ৫০০০.০ বার পাঠক
সিলেট থেকে আন্তর্জাতিক রুটগুলোতে ক্রমেই বিস্তৃত হচ্ছে বিমানের ফ্লাইট। মাত্র ক’দিন আগেই সিলেট থেকে জেদ্দায় সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। এবার দুয়ার খুলতে যাচ্ছে সিলেট-শারজাহ সরাসরি ফ্লাইটেরও।
সংশ্লিষ্টরা জানান, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালের সম্প্রসারণ করা হচ্ছে। এতে বিমানবন্দরের সক্ষমতা বাড়ছে। ফলে আন্তর্জাতিক রুটগুলোতে সরাসরি ফ্লাইটও বাড়ছে। গত সোমবার সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু হয়েছে। এবার সিলেট থেকে সরাসরি বিমান যাবে শারজাহে। ফলে সিলেটের যাত্রীদের আর ঢাকায় গিয়ে ফ্লাইট ধরতে হবে না। এতে ভোগান্তি কমে আসবে।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়ায় নতুন নতুন রুটে ফ্লাইট চালু হচ্ছে। পয়লা নভেম্বর থেকে শারজাহ ফ্লাইটও চালু হচ্ছে।
বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভুঁইয়া জানান, গত সপ্তাহে জেদ্দায় সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। শারজাহেও ফ্লাইট চালু হচ্ছে। এরপর মদিনায় সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর ভাবনা আছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ার এর কতৃপক্ষ।