বাংলাদেশে এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা সেবাকে অগ্রাধিকার দিয়ে বেনাপোলে সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট টাইম : ১২:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ২৭২ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশের প্রধান জনগোষ্ঠীর জন্য এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা সেবাকে অগ্রাধিকার দিয়ে শার্শা উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার ২৪ই অক্টোবর দুপুর ১২ টার সময় বেনাপোল রেলস্টেশনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এইচআইভি, কোভিড-১৯ এর টিকাকরণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রচারণার আয়োজন করেন “সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ”।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইউছুপ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীমা আলম সালমা, ষ্টেশন মাষ্টার সাইদুর রহমান, বেনাপোল রেলওয়ের সিনিয়র সাব এসিস্ট্যান্ট বাইতুল ইসলাম। অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা যুবলীগের সভাপতি শিরিনা আক্তার, পৌর মহিলা যুবলীগের জান্নাতুল ফেরদৌস রোজি। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন “সেভ দ্যা চিলড্রেন প্রতিনিধি মোঃ উজ্জ্বল ফকির।
এসময় বক্তাগন এইচআইভি ভাইরাস সহ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার লক্ষণ ও প্রতিরোধ বিষয়ে বিভিন্ন বক্তব্য রাখেন।