ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মোংলায় জলবায়ু ন্যায্যতার গণসংলাপে বক্তারা : সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের সুরক্ষা দিন অভিনব কায়দায় কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচারকালে ডিএনসি- কুমিল্লার হাতে ১৩ কেজি গাঁজাসহ আটক ০২ নারী মঠবাড়ীয়া সাফলেজা কচুবাড়ীয়া বসত ঘর ভাঙচুর লুটপাট ও যখম এর অভিযোগ আঃ খালেক হাওলাদার গংদের বিরুদ্ধে দুর্নীতির আখড়া বরগুনার পাসপোর্ট অফিস, দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট কাশেমপুর থানায় অভিযোগ করতে গিয়ে বিট্টিমরাই স্কুল ছাত্র মোঃ রাব্বি নিজ খালাকে আটকিয়ে ? ওসি সাইফুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময় তাদের আসামি করে গ্রেফতার দেখান আনন্দবাজারকে ডা. শফিকুর রহমান কোনও রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো: ড. ইউনূস দেশবাসীকে ফের কাঁদালেন শহিদ নাফিজের মা নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী

হরিপুর জমিদার বাড়িতে চলচ্চিত্র নির্মিত হচ্ছে ভাটি দেশের “কইন্যা”

সুমন গোপ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি,
  • আপডেট টাইম : ১২:০৩:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ২০৪ ৫০০০.০ বার পাঠক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী হরিপুর ইউনিয়নের প্রাচীন কারুশিল্পে নির্মিত হরিপুর জমিদার বাড়িতে ও ভাটি অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানে সুটিংয়ের কাজ চলছে ভাটি দেশের” কইন্যা” নামক চলচিত্রের। নবীন প্রবীণ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সপ্তাহব্যাপী পুরোদমে চলছে এ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ।

বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের ব্যানারে নির্মিত ভাটিদেশের কন্যা চলচ্চিত্রটির সংলাপ ও পরিচালনায় করছেন সৈয়দ রাশিদুল হক রুজেন।অভিনয়ে রয়েছেন একটি নবাগত জুটি।চলচ্চিত্রে মূল নায়কের চরিত্রে আছেন সাহিল খান ও নায়িকা চরিত্রে অভিনয় করছেন জোনাকী।চলচ্চিত্রের কাহিনী লিখেছেন মোস্তাক আহমেদ আর সঙ্গীত পরিচালনা করেছেন আকরাম আলী। নৃত্য পরিচালনায় গৌতম আচার্য্য,তাতে কন্ঠ দিয়েছেন লাক্স তারকা তন্বী দেব,কাজী শিউলী ও আকরাম আলী।

এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম।এছাড়াও এছাড়াও জানা গেছে সৈয়দ রাশিদুল হক রুজেন একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।রুজেনের নির্মিত চলচ্চিত্রের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় পুরুস্কার প্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প নিয়ে রক্তাক্ত চিঠি,গ্রাম বাংলার শিল্পীদের জীবন ভিত্তিক গল্প নিয়ে দোতারা,গ্রামীন দাঙ্গা নিয়ে পরিণাম, যৌতুকের গল্প নিয়ে বলি, বাল্য বিবাহ নিয়ে পরিণতি, ইভটিজিং নিয়ে উত্যক্ত, মাদক নিয়ে নেশা, মোবাইল ফোনের অপব্যাবহার নিয়ে আসক্তির মত চলচ্চিত্র গুলো রচনা করেছেন যা ইতিপূর্বে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।

“ভাটিদেশের কইন্যা” চলচ্চিত্রটি হরিপুর জমিদার বাড়িতে চতুর্থ বারের মত চিত্রায়ন করা হচ্ছে।
এর আগে ও প্রায় ৮০’র দশকে উক্ত জমিদার বাড়িতে ইবনে মিজান নির্মাণ করেছেন সে সময়ের ব্যবসা সফল সিনেমা মধু মালতী।চিত্রাভিনেতা ওনির্মাতা তৌকির আহমেদের টেলিফিল্ম “নাইওরি”ও নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র “ঘেটুপুত্র কমলা” ও হরিপুর জমিদার বাড়িতে চিত্রায়ন করা হয়।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হরিপুর জমিদার বাড়িতে চলচ্চিত্র নির্মিত হচ্ছে ভাটি দেশের “কইন্যা”

আপডেট টাইম : ১২:০৩:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী হরিপুর ইউনিয়নের প্রাচীন কারুশিল্পে নির্মিত হরিপুর জমিদার বাড়িতে ও ভাটি অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানে সুটিংয়ের কাজ চলছে ভাটি দেশের” কইন্যা” নামক চলচিত্রের। নবীন প্রবীণ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সপ্তাহব্যাপী পুরোদমে চলছে এ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ।

বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের ব্যানারে নির্মিত ভাটিদেশের কন্যা চলচ্চিত্রটির সংলাপ ও পরিচালনায় করছেন সৈয়দ রাশিদুল হক রুজেন।অভিনয়ে রয়েছেন একটি নবাগত জুটি।চলচ্চিত্রে মূল নায়কের চরিত্রে আছেন সাহিল খান ও নায়িকা চরিত্রে অভিনয় করছেন জোনাকী।চলচ্চিত্রের কাহিনী লিখেছেন মোস্তাক আহমেদ আর সঙ্গীত পরিচালনা করেছেন আকরাম আলী। নৃত্য পরিচালনায় গৌতম আচার্য্য,তাতে কন্ঠ দিয়েছেন লাক্স তারকা তন্বী দেব,কাজী শিউলী ও আকরাম আলী।

এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম।এছাড়াও এছাড়াও জানা গেছে সৈয়দ রাশিদুল হক রুজেন একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।রুজেনের নির্মিত চলচ্চিত্রের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় পুরুস্কার প্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প নিয়ে রক্তাক্ত চিঠি,গ্রাম বাংলার শিল্পীদের জীবন ভিত্তিক গল্প নিয়ে দোতারা,গ্রামীন দাঙ্গা নিয়ে পরিণাম, যৌতুকের গল্প নিয়ে বলি, বাল্য বিবাহ নিয়ে পরিণতি, ইভটিজিং নিয়ে উত্যক্ত, মাদক নিয়ে নেশা, মোবাইল ফোনের অপব্যাবহার নিয়ে আসক্তির মত চলচ্চিত্র গুলো রচনা করেছেন যা ইতিপূর্বে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।

“ভাটিদেশের কইন্যা” চলচ্চিত্রটি হরিপুর জমিদার বাড়িতে চতুর্থ বারের মত চিত্রায়ন করা হচ্ছে।
এর আগে ও প্রায় ৮০’র দশকে উক্ত জমিদার বাড়িতে ইবনে মিজান নির্মাণ করেছেন সে সময়ের ব্যবসা সফল সিনেমা মধু মালতী।চিত্রাভিনেতা ওনির্মাতা তৌকির আহমেদের টেলিফিল্ম “নাইওরি”ও নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র “ঘেটুপুত্র কমলা” ও হরিপুর জমিদার বাড়িতে চিত্রায়ন করা হয়।