ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র ঈদের তৃতীয় দিনে কেউ ঢাকায় ফিরছেন, আবার কেউ ছাড়ছেন অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে ভৈরবে রেলওয়ে জংশনের সামনে সিগন্যালের তার সহ ২জন চোর গ্রেফতার মোংলায় সহকারি অ্যাটর্ণি জেনারেল মনিরুজ্জামান: গণঅভ্যুত্থানের গণআকাংখা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সুশাসন নিশ্চিত করা সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত// প্রধান উপদেষ্টার চীন সফর আমাদের জন্য ইতিবাচক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাড়ির টানে গ্রামে সবাই, রাজধানী ‘ফাঁকা’ ঈদের ছুটিতে কক্সবাজারে প্রাণচাঞ্চল্য,পর্যটকদের বরণে প্রস্তুত হোটেল-রিসোর্ট রাফা খালি করে দিতে বলল ইসরাইলি বাহিনী আজমিরীগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত শিশু সহ আহত ৯

হরিপুর জমিদার বাড়িতে চলচ্চিত্র নির্মিত হচ্ছে ভাটি দেশের “কইন্যা”

সুমন গোপ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি,
  • আপডেট টাইম : ১২:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ২৩৩ ৫০০০.০ বার পাঠক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী হরিপুর ইউনিয়নের প্রাচীন কারুশিল্পে নির্মিত হরিপুর জমিদার বাড়িতে ও ভাটি অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানে সুটিংয়ের কাজ চলছে ভাটি দেশের” কইন্যা” নামক চলচিত্রের। নবীন প্রবীণ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সপ্তাহব্যাপী পুরোদমে চলছে এ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ।

বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের ব্যানারে নির্মিত ভাটিদেশের কন্যা চলচ্চিত্রটির সংলাপ ও পরিচালনায় করছেন সৈয়দ রাশিদুল হক রুজেন।অভিনয়ে রয়েছেন একটি নবাগত জুটি।চলচ্চিত্রে মূল নায়কের চরিত্রে আছেন সাহিল খান ও নায়িকা চরিত্রে অভিনয় করছেন জোনাকী।চলচ্চিত্রের কাহিনী লিখেছেন মোস্তাক আহমেদ আর সঙ্গীত পরিচালনা করেছেন আকরাম আলী। নৃত্য পরিচালনায় গৌতম আচার্য্য,তাতে কন্ঠ দিয়েছেন লাক্স তারকা তন্বী দেব,কাজী শিউলী ও আকরাম আলী।

এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম।এছাড়াও এছাড়াও জানা গেছে সৈয়দ রাশিদুল হক রুজেন একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।রুজেনের নির্মিত চলচ্চিত্রের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় পুরুস্কার প্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প নিয়ে রক্তাক্ত চিঠি,গ্রাম বাংলার শিল্পীদের জীবন ভিত্তিক গল্প নিয়ে দোতারা,গ্রামীন দাঙ্গা নিয়ে পরিণাম, যৌতুকের গল্প নিয়ে বলি, বাল্য বিবাহ নিয়ে পরিণতি, ইভটিজিং নিয়ে উত্যক্ত, মাদক নিয়ে নেশা, মোবাইল ফোনের অপব্যাবহার নিয়ে আসক্তির মত চলচ্চিত্র গুলো রচনা করেছেন যা ইতিপূর্বে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।

“ভাটিদেশের কইন্যা” চলচ্চিত্রটি হরিপুর জমিদার বাড়িতে চতুর্থ বারের মত চিত্রায়ন করা হচ্ছে।
এর আগে ও প্রায় ৮০’র দশকে উক্ত জমিদার বাড়িতে ইবনে মিজান নির্মাণ করেছেন সে সময়ের ব্যবসা সফল সিনেমা মধু মালতী।চিত্রাভিনেতা ওনির্মাতা তৌকির আহমেদের টেলিফিল্ম “নাইওরি”ও নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র “ঘেটুপুত্র কমলা” ও হরিপুর জমিদার বাড়িতে চিত্রায়ন করা হয়।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হরিপুর জমিদার বাড়িতে চলচ্চিত্র নির্মিত হচ্ছে ভাটি দেশের “কইন্যা”

আপডেট টাইম : ১২:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী হরিপুর ইউনিয়নের প্রাচীন কারুশিল্পে নির্মিত হরিপুর জমিদার বাড়িতে ও ভাটি অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানে সুটিংয়ের কাজ চলছে ভাটি দেশের” কইন্যা” নামক চলচিত্রের। নবীন প্রবীণ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সপ্তাহব্যাপী পুরোদমে চলছে এ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ।

বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের ব্যানারে নির্মিত ভাটিদেশের কন্যা চলচ্চিত্রটির সংলাপ ও পরিচালনায় করছেন সৈয়দ রাশিদুল হক রুজেন।অভিনয়ে রয়েছেন একটি নবাগত জুটি।চলচ্চিত্রে মূল নায়কের চরিত্রে আছেন সাহিল খান ও নায়িকা চরিত্রে অভিনয় করছেন জোনাকী।চলচ্চিত্রের কাহিনী লিখেছেন মোস্তাক আহমেদ আর সঙ্গীত পরিচালনা করেছেন আকরাম আলী। নৃত্য পরিচালনায় গৌতম আচার্য্য,তাতে কন্ঠ দিয়েছেন লাক্স তারকা তন্বী দেব,কাজী শিউলী ও আকরাম আলী।

এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম।এছাড়াও এছাড়াও জানা গেছে সৈয়দ রাশিদুল হক রুজেন একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।রুজেনের নির্মিত চলচ্চিত্রের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় পুরুস্কার প্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প নিয়ে রক্তাক্ত চিঠি,গ্রাম বাংলার শিল্পীদের জীবন ভিত্তিক গল্প নিয়ে দোতারা,গ্রামীন দাঙ্গা নিয়ে পরিণাম, যৌতুকের গল্প নিয়ে বলি, বাল্য বিবাহ নিয়ে পরিণতি, ইভটিজিং নিয়ে উত্যক্ত, মাদক নিয়ে নেশা, মোবাইল ফোনের অপব্যাবহার নিয়ে আসক্তির মত চলচ্চিত্র গুলো রচনা করেছেন যা ইতিপূর্বে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।

“ভাটিদেশের কইন্যা” চলচ্চিত্রটি হরিপুর জমিদার বাড়িতে চতুর্থ বারের মত চিত্রায়ন করা হচ্ছে।
এর আগে ও প্রায় ৮০’র দশকে উক্ত জমিদার বাড়িতে ইবনে মিজান নির্মাণ করেছেন সে সময়ের ব্যবসা সফল সিনেমা মধু মালতী।চিত্রাভিনেতা ওনির্মাতা তৌকির আহমেদের টেলিফিল্ম “নাইওরি”ও নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র “ঘেটুপুত্র কমলা” ও হরিপুর জমিদার বাড়িতে চিত্রায়ন করা হয়।