সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ক্রিকেট-বিশ্বে আজ পরিচিত যাদের জন্য-তাঁদের মাঝে মুহাম্মদ রফিক একজন,কিন্ত বিসিবি তাঁকে কোন সম্মান দিতে পারেনি!এটা-বিসিবির ব্যর্থতা
দৈনিক সময়ের কন্ঠ খেলা রিপোর্ট-
- আপডেট টাইম : ০৪:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৭১ ৫০০০.০ বার পাঠক
তথ্য মতে-১৯৯৭ ইং-এ-আইসিসি ট্রফি জেতার পেছনে-যে কয়জন ক্রিকেটারের অবদান ছিল-তাঁদের মাঝে মুহাম্মদ রফিক ছিল অন্যতম।যার কারনে বাংলাদেশ ক্রিকেট জাতীয় পুরুষ দল-বিশ্বকাপ খেলার সুযোগ পায়।
জাতীয় দল থেকে অবসর এর পরে বিসিবি মুহাম্মদ রফিক কে কোন কাজে লাগাই নি। অথচ রফিক এর চাইতে নিন্ম মানের বিদেশি কোচ এবং নিন্ম মানের নির্বাচক বিসিবিতে আছে ১ যুগের ওপরে। পাওয়ার হিটিং নিয়ে এত কথা অথচ বাংলাদেশ এ পাওয়ার হিটার কেও থেকে থাকলে মুহাম্মদ রফিক ছিল। লক্ষ লক্ষ ডলার অপচয় করে বিসিবি অথচ মুহাম্মদ রফিক এর যে মন মানসিকতা ওনাকে সামান্য কিছু সম্মানি দিয়ে ওনার ক্রিকেটিয় প্রতিভা বিসিবি কাজে লাগাতে পারত।এটা-বিসিবির ব্যর্থতা!-মনে করেন বাংলাদেশের ক্রিকেট প্রেমিকরা।
আরো খবর.......