ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯০ ইলা লালালালা: সবুজ ঘাসের লাল দ্রোহের সুর যার কন্ঠে তরুণ আইনজীবী সাইফুলকে যেভাবে হত্যা করা হয় গাজীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতিত অতিষ্ঠ জনসাধারণ সমাবেশে গিয়ে টাকা না পেয়ে বাড়ি ঘেরাও, ৫ প্রতারক আটক অভিনব সিন্ডিকেট: সয়াবিন তেলের সঙ্গে চাল-ডাল কেনা বাধ্যতামূলক! সব ছাত্রসংগঠনের সমন্বয়ে নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত ডেপুটি রেজিস্ট্রার হয়েও নার্সিং ইনস্টিটিউট ব্যবসা নিলুফার ইয়াসমিনের অভিযোগ তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তলব পুলিশ প্রশাসনের নীতিগত পরিবর্তন হলেও এসআই মিজানের অসাধু নীতির পরিবর্তন হয়নি

রংপুর পীরগঞ্জে আদালতে নিষেধাজ্ঞাকে অমান্য করে প্রতি পক্ষের ফসল কাটার অভিযোগ

রংপুর ব্যুরো আনোয়ার হোসেন
  • আপডেট টাইম : ০৩:২৭:২২ অপরাহ্ণ, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • / ১৬৭ ৫০০০.০ বার পাঠক

রংপুরের পীরগঞ্জে আদালতে নিষেধাজ্ঞাকে অমান্য করে আবুবক্কর সিদ্দিক নামের এক ব্যাক্তির লাউ, পটল, নেপিয়ার ঘাস কেটে নিয়ে গিয়েছে প্রতিপক্ষের লোক জন।

এ ঘটনায়, আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে পীরগঞ্জ থানায় ১৭ জনকে আসামী করে লিখিত অভিযোগ দিয়েছেন। জানাগেছে জেলা রংপুর, থানা পীরগঞ্জ, মৌজা পাটগ্রাম, জে এল নং-১৭২ খতিয়ান নং-৫৮০ দাগ নং ১৪৮৭, জমি ২ একর ৪৬ শতক। পৈত্রিক সূত্রে পাওয়া পাট গ্রামের মৃত নিজাব উদ্দিন নিম্ন তফশীল বর্ণিত সম্পত্তি ক্রয় সূত্রে মালিক এবং ভোগ দখল করে আসছেন। বর্ণিত সম্পত্তি মালিকানা দাবি করে  জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত মজিবার রহমান ‘র পুত্র দেলোয়ার হোসেন , পাটগ্রাম আদিবাসী পাড়ার  শ্রী বাঘা সরদার, শ্রী রামছই মর্দূ , শ্রী সুমন খলিফা, শ্রী বিহারী মর্ম ,  শ্রী ফিলিমন মর্মূ ,  শ্রী সূর্জ মর্মূ ,  শ্রী মন্টু ম্মূ ,  শ্রী লগেন ,  শ্রী ছোপল মর্মূ ,  শ্রী রবিন মর্ম,  হাফেজ মিয়া , শাহি মিয়া, ভোলা মিয়া, রাশেদুল মিয়া,  নজরুল মিয়া , লাবু মিয়া  সহ গত ১৪ই অক্টোবর আমার ফসলি জমিতে প্রবেশ করে এবং আদিয়ার কে দেওয়া উক্ত জমি থেকে জোর পূর্বক পটল, লাউ, নেপিয়ার ঘাস কেটে নিয়ে যায়, বাধা দিলে জানে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। ইতি পূর্বেও বর্ণিত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং এমআর ১১৬/২২, মিছপিটিশন নং-৮৪৪/২২ এবং অন্য ৩১২/২২, যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অন্য ৩১২/২২ মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত ২৬/০৯/২০২২ ইং তারিখে আসামীদের বিরুদ্ধে নিম্ন তফশীল সম্পত্তিতে অর্ন্তরবর্তীকালীন নিষেধাজ্ঞা জারী করেন। এদিকে  সর্বশেষ গত ১৩/১০/২০২২ ইং তারিখে বিজ্ঞ আদালত আসামীদের যাবতীয় আপিল না মঞ্জুর এবং নিষেধাজ্ঞার আদেশ বহাল রাখেন। এ ঘটনায় পীরগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন বলে যানাযায়।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রংপুর পীরগঞ্জে আদালতে নিষেধাজ্ঞাকে অমান্য করে প্রতি পক্ষের ফসল কাটার অভিযোগ

আপডেট টাইম : ০৩:২৭:২২ অপরাহ্ণ, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

রংপুরের পীরগঞ্জে আদালতে নিষেধাজ্ঞাকে অমান্য করে আবুবক্কর সিদ্দিক নামের এক ব্যাক্তির লাউ, পটল, নেপিয়ার ঘাস কেটে নিয়ে গিয়েছে প্রতিপক্ষের লোক জন।

এ ঘটনায়, আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে পীরগঞ্জ থানায় ১৭ জনকে আসামী করে লিখিত অভিযোগ দিয়েছেন। জানাগেছে জেলা রংপুর, থানা পীরগঞ্জ, মৌজা পাটগ্রাম, জে এল নং-১৭২ খতিয়ান নং-৫৮০ দাগ নং ১৪৮৭, জমি ২ একর ৪৬ শতক। পৈত্রিক সূত্রে পাওয়া পাট গ্রামের মৃত নিজাব উদ্দিন নিম্ন তফশীল বর্ণিত সম্পত্তি ক্রয় সূত্রে মালিক এবং ভোগ দখল করে আসছেন। বর্ণিত সম্পত্তি মালিকানা দাবি করে  জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত মজিবার রহমান ‘র পুত্র দেলোয়ার হোসেন , পাটগ্রাম আদিবাসী পাড়ার  শ্রী বাঘা সরদার, শ্রী রামছই মর্দূ , শ্রী সুমন খলিফা, শ্রী বিহারী মর্ম ,  শ্রী ফিলিমন মর্মূ ,  শ্রী সূর্জ মর্মূ ,  শ্রী মন্টু ম্মূ ,  শ্রী লগেন ,  শ্রী ছোপল মর্মূ ,  শ্রী রবিন মর্ম,  হাফেজ মিয়া , শাহি মিয়া, ভোলা মিয়া, রাশেদুল মিয়া,  নজরুল মিয়া , লাবু মিয়া  সহ গত ১৪ই অক্টোবর আমার ফসলি জমিতে প্রবেশ করে এবং আদিয়ার কে দেওয়া উক্ত জমি থেকে জোর পূর্বক পটল, লাউ, নেপিয়ার ঘাস কেটে নিয়ে যায়, বাধা দিলে জানে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। ইতি পূর্বেও বর্ণিত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং এমআর ১১৬/২২, মিছপিটিশন নং-৮৪৪/২২ এবং অন্য ৩১২/২২, যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অন্য ৩১২/২২ মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত ২৬/০৯/২০২২ ইং তারিখে আসামীদের বিরুদ্ধে নিম্ন তফশীল সম্পত্তিতে অর্ন্তরবর্তীকালীন নিষেধাজ্ঞা জারী করেন। এদিকে  সর্বশেষ গত ১৩/১০/২০২২ ইং তারিখে বিজ্ঞ আদালত আসামীদের যাবতীয় আপিল না মঞ্জুর এবং নিষেধাজ্ঞার আদেশ বহাল রাখেন। এ ঘটনায় পীরগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন বলে যানাযায়।