গাজীপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গীত উৎসব অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৪:২৮:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ১৩৬ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের টঙ্গীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার উদ্যোগে আজ শুক্রবার বিকেলে সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছে। টঙ্গী সরকারি কলেজ চত্ত্বরে সঙ্গীত উৎসবের উদ্বোধন করেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রফিকুল ইসলাম।
এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা ও বরেণ্য সঙ্গীত শিল্পী ইকবাল ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আতিক, সঙ্গীত উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক মাধব আচার্য, শেকানুল ইসলাম শাহী ও জেবুন্নেসা জামান চুমকি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী শাখার সাবেক সভাপতি মুস্তাফা কামাল বাদল, নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ অধিকারী, এম এ মালেক, জহিরুল আলম বাধন, এইচ এম ফারুক, কাওসার কবির, তামান্না ইসলাম,আজিজ টিপু, শাহজাহান শোভন, উজ্জল লস্কর ও অমল বাবু, রবীন্দ্র, নজরুল সংগীত, লালনগীতি, আধুনিক বাউল ও উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন জোটভুক্ত সংগঠনের শিল্পীরা।