ফেসবুকে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার
- আপডেট টাইম : ১১:১৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ৪৯২ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করার অভিযোগ উঠেছে হারুন রশিদ (৩৮) নামের এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন টঙ্গী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির আহমেদ। ফেসবুকে স্ট্যাটাসের পর সাধারণ মানুষের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে।
অভিযুক্ত হারুন রশিদ টঙ্গী পশ্চিম থানার মিলগেট নামাবাজার বস্তি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে সে গাজীপুরের ভবানীপুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, হারুন রশিদ গত ৭ অক্টোবর সন্ধ্যায় ও পরবর্তী বিভিন্ন সময়ে ওই আওয়ামী লীগ নেতার ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে ‘মো হারুন রশিদ’ নামের ফেসবুক আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন স্ট্যাটাস দিয়ে আসছেন।
এলাকাবাসী জানান, সাবেক ছাত্রলীগ নেতা হারুনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। দেলোয়ার হোসেন নামে এক যুবকের হাত কাটাসহ সন্ত্রাসী কার্যকলাপের দায়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাসে অপপ্রচারের কারনে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।