ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
হাতিরঝিল মাদক ছিনতাই নির্মূলে বিশেষ ভূমিকায় আনসার বাহিনী মাদ্রাসা শিক্ষকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ জামায়াতে ইসলামী বাংলাদেশ মোংলা পৌর ৫ নং ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে সমস্ত প্রশংসা হে মহান মনিব-তুমি আমাদের রব, বড় দাতা দয়াময়-আল্লাহ, তুমিই আমাদের সব ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত আইয়ূ্বপু ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ  বিকেল ৪টার মধ্যে ৬ দাবি না মানলে কঠোর কর্মসূচি: সাত কলেজের শিক্ষার্থীরা পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে: ডিএমপি এবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ যাচ্ছে পাকিস্তানে

পুলিশ পরিচয়ে প্রতারণা: চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

শেখ রাজীব হাসান, গাজীপুর জেলা থেকে।। 
  • আপডেট টাইম : ১০:৫৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / ১৫৯ ৫০০০.০ বার পাঠক

গাজীপুরে পুলিশ পরিচয়ে ব্যাংকের বুথ থেকে সুকৌশলে অভিনব পদ্ধতিতে প্রতারণাসহ বিভিন্ন অপরাধের মূলহোতা মো. রুবেল রানা (২৬) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে নগরীর সালনা বাজারের ময়মনসিংহ টু ঢাকাগামী রাস্তার আন্ডারপাসের নিচ থেকে প্রথমে রুবেল রানাকে গ্রেফতার করে মেট্রো সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন এ তথ্য জানান। তিনি জানান, এসময় তার প্যান্টের সঙ্গে ঝুলানো ১টি প্লাষ্টিক কার্ডে ভুয়া পুলিশ আইডি কার্ড (যেখানে রুবেল নামসহ হুবহু পুলিশের আইডি কার্ডের মত যাবতীয় তথ্যাদি আছে), ১টি কালো রংয়ের ওয়াকিটকি, ২টি আলাদা কালো অ্যান্টিনা, ৬টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ৭টি বিভিন্ন অপারেটরের সিমসহ পুলিশের ইউনিফর্ম পরিহিত পাসপোর্ট সাইজের ছবি, ১টি বাংলাদেশ পুলিশ লেখা নীল রংয়ের নোটবুক উদ্ধার করা হয়। মূলহোতা রুবেল রানা টাঙ্গাইল জেলার ঘটাইল থানার ফটিয়ামারী এলাকার মৃত তোফাজ্জল হোসেনে ছেলে। তিনি গাজীপুর সিটির গাছার কমলেশ্বর এলাকার মোস্তফার বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া। পুলিশ কর্মকর্তা আলমগীর আরো জানান, গ্রেফতার রুবেলকে নিয়ে তার বাসায় অভিযান চালিয়ে ১টি পুলিশের বেল্ট, ১টি খেলনা পিস্তল ও ১টি পিস্তলের কভার, ২টি পুলিশ লেখা সাদা খাম, ১টি কম্পিউটার, ২টি জাল সার্টিফিকেট, যেখানে আরিফ হাসান নাম লেখা আছে এবং আলিম পরীক্ষার সনদ উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, আশুলিয়া থানাধীন পশ্চিম জিরাবো হারিজ মেম্বারের মার্কেটের ফাইজা স্টুডিওতে অভিযান পরিচালনা করে বিভিন্ন ভুয়া আইডি কার্ড, দুটি হার্ডডিস্ক, সংযুক্ত সিপিইউসহ তুষার ইসলাম (৩৭), পিতা— জব্বার মালিথা, সাং—শোড়াতলা, থানা— হরিনাকুন্ডু, জেলা— ঝিনাইদহ, বরিশাল জেলার আগৈলঝরা থানার অশোকসেন এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৪) এবং পঞ্চগড় জেলার ভোদা থানার দিগলগ্রাম এলাকার জহিরুল হকের ছেলে খাইরুল ইসলামকে (৩১) কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, রুবেল রানা পুলিশ পরিচয় দিয়ে ৪টি বিয়ে করেছেন। এছাড়া ওই চক্রটি পুলিশের পোশাক পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিয়ে পুলিশ অফিসার সেজে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে গোপনে ভিডিও করে রাখত। পরে সেই ভিডিও দেখিয়ে প্রতারণা করে বিপুল অর্থ আদায় করত। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পুলিশ পরিচয়ে প্রতারণা: চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

আপডেট টাইম : ১০:৫৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

গাজীপুরে পুলিশ পরিচয়ে ব্যাংকের বুথ থেকে সুকৌশলে অভিনব পদ্ধতিতে প্রতারণাসহ বিভিন্ন অপরাধের মূলহোতা মো. রুবেল রানা (২৬) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে নগরীর সালনা বাজারের ময়মনসিংহ টু ঢাকাগামী রাস্তার আন্ডারপাসের নিচ থেকে প্রথমে রুবেল রানাকে গ্রেফতার করে মেট্রো সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন এ তথ্য জানান। তিনি জানান, এসময় তার প্যান্টের সঙ্গে ঝুলানো ১টি প্লাষ্টিক কার্ডে ভুয়া পুলিশ আইডি কার্ড (যেখানে রুবেল নামসহ হুবহু পুলিশের আইডি কার্ডের মত যাবতীয় তথ্যাদি আছে), ১টি কালো রংয়ের ওয়াকিটকি, ২টি আলাদা কালো অ্যান্টিনা, ৬টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ৭টি বিভিন্ন অপারেটরের সিমসহ পুলিশের ইউনিফর্ম পরিহিত পাসপোর্ট সাইজের ছবি, ১টি বাংলাদেশ পুলিশ লেখা নীল রংয়ের নোটবুক উদ্ধার করা হয়। মূলহোতা রুবেল রানা টাঙ্গাইল জেলার ঘটাইল থানার ফটিয়ামারী এলাকার মৃত তোফাজ্জল হোসেনে ছেলে। তিনি গাজীপুর সিটির গাছার কমলেশ্বর এলাকার মোস্তফার বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া। পুলিশ কর্মকর্তা আলমগীর আরো জানান, গ্রেফতার রুবেলকে নিয়ে তার বাসায় অভিযান চালিয়ে ১টি পুলিশের বেল্ট, ১টি খেলনা পিস্তল ও ১টি পিস্তলের কভার, ২টি পুলিশ লেখা সাদা খাম, ১টি কম্পিউটার, ২টি জাল সার্টিফিকেট, যেখানে আরিফ হাসান নাম লেখা আছে এবং আলিম পরীক্ষার সনদ উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, আশুলিয়া থানাধীন পশ্চিম জিরাবো হারিজ মেম্বারের মার্কেটের ফাইজা স্টুডিওতে অভিযান পরিচালনা করে বিভিন্ন ভুয়া আইডি কার্ড, দুটি হার্ডডিস্ক, সংযুক্ত সিপিইউসহ তুষার ইসলাম (৩৭), পিতা— জব্বার মালিথা, সাং—শোড়াতলা, থানা— হরিনাকুন্ডু, জেলা— ঝিনাইদহ, বরিশাল জেলার আগৈলঝরা থানার অশোকসেন এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৪) এবং পঞ্চগড় জেলার ভোদা থানার দিগলগ্রাম এলাকার জহিরুল হকের ছেলে খাইরুল ইসলামকে (৩১) কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, রুবেল রানা পুলিশ পরিচয় দিয়ে ৪টি বিয়ে করেছেন। এছাড়া ওই চক্রটি পুলিশের পোশাক পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিয়ে পুলিশ অফিসার সেজে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে গোপনে ভিডিও করে রাখত। পরে সেই ভিডিও দেখিয়ে প্রতারণা করে বিপুল অর্থ আদায় করত। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।