যথাযোগ্য মর্জাদায় কালিয়াকৈরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

- আপডেট টাইম : ১২:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ২২৮ ১৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্জাদায় ঈদে মিলাদুন্নবী
(সাঃ) উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল
জামা”ত ও সুন্নী পীর মাশায়েখ সংগঠনের উদ্যোগে আজ ৯ অক্টোবর
রোববার বিভিন্ন কর্মসুচী পালন করা হয়। বিভিন্ন অঞ্চলের পীর
মাশায়েখ,ভক্ত আশেকান ও রাসুল প্রেমিক জনতা কালিয়াকৈর উপজেলা
পরিষদ চত্ত¡রে সমবেত হয়। সেখানে জশনে জুলুশ ও শুভযাত্রার উদ্বোধন
ঘোষনা করেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব
তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ। জসনে জুলুশটি
কালিয়াকৈর উপজেলা চত্ত¡র থেকে শুরু হয়ে বাসট্যান্ড সহ প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাসটার্মিনালে এসে সমাবেশে মিলিত
হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুর্শিদ নগর দরবার শরীফের পীর ও
কালিয়াকৈর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা”ত এর সভাপতি
সায়্যেদুল মাওলা আব্দুল হাকিম জিহাদী মুজাদ্দেদী।সুন্নী পীর মাশায়েখ
সংগঠনের সভাপতি মৌলভী আমিনুল হক আল কাদরীর সঞ্চালনায় বক্তব্য
রাখেন, গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের পীরজাদা
আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী, কুন্দাঘাটা দরবারের আবু
তায়েব মৃধা পীর সাহেব, মাওলানা আব্দুল খালেক পীর সাহেব,শাহ
আজিবুর রহমান ফকির, মাওলানা শাহ জামাল, মাওলানা আবুল বাশার,আব্দুর রশীদ মাষ্টার ,আরিফ চিশতি,কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের
সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, কোষাদক্ষ দেলোয়ার
হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের আবু জাফর ফারুকী, প্রমুখ। মিলাদ
কিয়াম শেষে সভাপতি সাহেব দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ
মুনাজাত পরিচালনা করেন।