নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
- আপডেট টাইম : ১০:৪৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ২০১ ৫০০০.০ বার পাঠক
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.)উদযাপিত হয়েছে। আজ রবিবার সকালে নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর নেতৃত্বে এক বিশাল জশনে জুলুছ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। গুড়ি গুড়ি বৃষ্টি আর বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে জশনে জুলুছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী,দরবার শরীফের পীর মাশায়েখসহ কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। পরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। সভায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম,জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসিম কুমার পাল,সাধারণ সম্পাদক লতিফ হোসেন,যুগ্ম-সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুসহ,বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগন উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী।