নাসিরনগরে শহীদ নূরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন
- আপডেট টাইম : ১২:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৬৭ ৫০০০.০ বার পাঠক
শহীদ নূরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদ নাসির নগরের উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।
৬ অক্টোবর ২০২২ রোজ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকার সময় উপজেলা সদরে প্রশিকা হল রুমে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-শহীদ নূরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের সভাপতি হাফেজ মোহাম্মদ আক্তার হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা মুফতী রিয়াজুল করিম সাহেব,পীর কচুয়া মিরানিয়া এরফানিয়া দরবার শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক কাজী মাওলানা আতাউর রহমান গিলমান সাহেব, উপজেলা আহলে সুন্নাতের সাংগঠনিক সম্পাদক জনাব আখতারুজ্জামান সাহেব, সৈয়দ শওকতুল ইসলাম, হুসাইন আশরাফী সাহেব, মাওলানা জহিরুল ইসলাম, স্মৃতি সংসদের উপদেষ্টা শাহজাহান হুসাইন চকদার, জালাল উদ্দিন মাস্টার, উপদেষ্টা আরিফুল হক সেলিম, উপদেষ্টা রিয়াজুর রাশিদ রুবেল, এশিয়ান টেলিভিশন ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি জনাব মোঃ আব্দুল হান্নান সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
অনুষ্টানটি সঞ্চালনায় করেন যুগ্ম-সাধারণ সম্পাদক আমির উদ্দিন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গের হাতে স্মৃতি সংসদের পক্ষ থেকে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।