পাথরঘাটা রায়হানপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
- আপডেট টাইম : ০৫:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ৩৪৬ ৫০০০.০ বার পাঠক
পাথরঘাটা প্রতিনিধি।
বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার ১ নং রায়হানপুর ইউনিয়নের মীরা বাড়ি ব্রিজের উপরে, দুটি নছিমন (গাড়ী) ভর্তি ধানের কুটা নিয়ে ওঠার সময় উপরে কারেন্টের তারে কুটা লেগে সাথে সাথে আগুন লেগে যায়।
ঘটনাটি ঘটেছে আজ ২৯ জানুয়ারী শুক্রবার বিকাল ৩:৪৫ মিঃ, স্থান পরিদর্শনে জানা যায় যে, ধানের কুটা ভর্তি নসিমন গাড়ী দুটি ব্রিজের ঢাল বেয়ে ওটার সময় উপরে কারেন্টের তার ছিলো খুবই নিচু অবস্থানে, তাই তারে কারেন্ট চালু ছিলো, এ দিকে কুটার সাথে লেগে আগুন ধরে যায়, আগুন দেখে ড্রাইভার দুজন গাড়ী ছেড়ে দৌড়ে আরেক দিকে চলে যায়, অবস্থা দেখে স্থানীয়রা ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিবানোর চেষ্টা চালায়।
সাথে সাথে পাথরঘাটা উপজেলা ফায়ার সার্ভিসের অফিসে কল করলে তারাও রওনা করেন, কিন্ত স্থানীয়দের বুদ্ধিতে তারা গাড়ি থেকে কুটা আলাদা করে দিয়ে, গাড়ী দুটিকে হেফাজত করেন, ইব্রাহিম খলিল নামের লেমুয়া কলেজের প্রবেসর, মঠবাড়িয়া বিদ্যুৎ অফিসে কল করে লাইন বন্ধ করেন, এবং খালের সাথে পাম্প মেশিন লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন,
সকলেরই দাবি যে, ব্রিজ উচু হয়েছে কিন্ত কারেন্টের খুটি এবং তার উচু না হওয়ায় এমন ঘটনা ঘটেছে, তারের সংস্করের কাজ না করলে, এ ভাবে আরো দূর্ঘটনা ঘটতেই থাকবে।