কাশিমপুর অগ্রগামী যুব সংঘ
- আপডেট টাইম : ০৪:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ১৭৯ ৫০০০.০ বার পাঠক
কাশিমপুর অগ্রগামী যুবসংঘ এর দুর্গাপূজার সকল প্রকার কাজ প্রস্তুতি সম্পন্ন ।
শারদীয় দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দেওয়া মন্দিরের প্রস্তুতি কাজ শেষ।
আগামী শনিবার (পহেলা অক্টোবর) ষষ্ঠমি পূজার মধ্যদিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে কাশিমপুর প্রতিটি মন্দিরে প্রতিমা প্রস্তুত করার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা ঠাকুররা ও শিল্পীরা। অধিকাংশ মন্দিরেই প্রতিমা প্রস্তুত কাজ শেষ। পূজার সময় এলাকা এবং মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার্থেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। কাশিমপুরে নামা বাজার এবার ৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শারদীয় দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দেওয়া মন্দিরগুলোর প্রস্তুতি শেষ।
দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের আবাল-বৃদ্ধ-বনিতা এ সর্ববৃহৎ শারদীয় পূজাকে সার্থক করতে প্রহর গুনছে। সব মিলিয়ে ব্যাপক প্রস্তুত কাজ চলছে প্রতিটি পূজামন্ডপে।
কাশিমপুর অগ্রগামী যুবসংঘ
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সভাপতি প্রবীর দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, , আরও বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটিগুলোকে দেওয়া হয়েছে বিভিন্ন দিক-নির্দেশনা। পূজার সময় যতই ঘনিয়ে আসছে প্রতিমা প্রস্তুত তৈরির কাজও ততই দ্রুতগতিতে করছেন ঠাকুর ও শিল্পীরা।
শনিবার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, অধিকাংশ পূজা মণ্ডপেই প্রতিমা প্রস্তুত কাজ শেষ । প্রতিমা ঠাকুর ও শিল্পীদের দম ফেলার সময় নেই। রঙ ও সাজসজ্জার কাজ কোথাও কোথাও অনেক সুন্দর হয়েছে কিছু কিছু মন্ডপে সামান্য কাজ বাকি আছে।
পূজার সময় আইন শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ প্রসঙ্গে কাশিমপুর থানাঃ অফিসার ইন চার্জ সৈয়দ রাফিউল করিম এবং নামা বাজার, পালপাড়া মসজিদে, প্রত্যেকটি পূজা মন্ডপবের কমিটি উপস্থিতিতে বলেন, পূজার সময় আইন শৃঙ্খলা রক্ষায় পূজা মণ্ডপের বাইরে এলাকায় সার্বক্ষণিক পুলিশি টহল অব্যাহত থাকবে। এছাড়া পূজা মণ্ডপ এলাকায় মন্দিরগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে। পূজার সময় কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কাশিমপুর থানা অফিসার্স ইনচার্জ , সৈয়দ রাফিউল করিম বলেন,কাশিমপুর থানা,এবার ।
৬ নং ওয়ার্ডে নামা বাজার ৬টি পূজা মণ্ডপে পহেলা অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে এবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০০ কেজি চাউল দামদরে প্রতি মণ্ডপে
১৬ হাজার ৫০০ টাকা করে দেয়া হয়েছে।
সৈয়দ রাফিউল করিম, কাশিমপুর থানা নামা বাজার।