বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমেদ -তাকরিম কে হাঁড়ির খোঁজে বাড়ি এর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান
- আপডেট টাইম : ০৩:২১:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ৪৫৫ ৫০০০.০ বার পাঠক
আজ রবিবার বিকেল ৪ টার দিকে তাকরিম যে মাদ্রাসায় অধ্যায়ন রত আছে সে মাদ্রাসায় ছুটে যান হাঁড়ির খোঁজে বাড়ি এর ব্যবস্হাপনা পরিচালক আব্দুছ ছালাম ভূইয়া। আব্দুছ ছালাম ভূইয়া নিজের হাতে ৩য় স্থান অধিকারী হাফেজকে সম্মাননা স্মারক তুলে দেন।
উল্লেখ্য যে,
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম (১৩)। মক্কার পবিত্র হারাম শরিফে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে সালেহর হাতে ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সালেহ আহমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক। মা গৃহিণী। সালেহ ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার ছাত্র। তার কৃতিত্বের জন্য মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও গুলশান সোসাইটি মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।