বরগুনায় বাস ধর্মঘট প্রত্যাহার
- আপডেট টাইম : ০৬:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৮২ ৫০০০.০ বার পাঠক
বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বরগুনা জেলা দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে মালিকদের গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন বরগুনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি কিসলু।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বরগুনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি কিসলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বরগুনার পরিবহন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ বাবলু বলেন, সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলাম। এ তথ্য জানতে পেরে জেলা প্রসাশক (ডিসি) আমাদের ডেকেছেন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সভায় তিনি আমাদের সব দাবি মেনে নিয়েছেন। তাই আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় টানা ৩ ঘণ্টার বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল বুধবার থেকে বাস চলাচল করবে।
সম্প্রতি বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দেয় বরিশালের রুপাতলী বাস মালিক সমিতির মালিক ও শ্রমিকরা। ফলে বাসগুলো পটুয়াখালীর মির্জাগঞ্জ এবং বরগুনার আমতলী ফেরি পার হয়ে বরগুনা থেকে ঢাকা এবং ঢাকা-বরগুনা যাওয়া আসা করছে। এতে ১০ ঘণ্টার মতো সময় লাগছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকামুখী যাত্রীরা।