সংবাদ শিরোনাম ::
ব্রাজিলে করোনায় আক্রান্ত ৯০ লাখ ছাড়াল
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৪০:০৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
- / ২২০ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
ব্রাজিলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯০ লাখ চারশ ৮৫ জন এবং মারা গেছে দুই লাখ ২০ হাজার দু’শ ৩৭ জন। জন হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য দিয়েছে।
জানা গেছে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে গেছে ৭৭ লাখ ৯৮ হাজার ছয়শ ৫৫ জন। দেশটিতে বর্তমানে করোনা আক্রান্ত অবস্থায় রয়েছে ৯ লাখ ৮১ হাজার পাঁচশ ৯৩ জন।
সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে আট হাজার তিনশ ১৮ জনের অবস্থা গুরুতর এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্তের তালিকায় ব্রাজিলের অবস্থান তিন নম্বরে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দুইয়ে রয়েছে ভারত।
আরো খবর.......