নওগাঁর আত্রাইয়ের অটো চাজারের চাপায় প্রান গেলে এক শিশুর
- আপডেট টাইম : ০৯:৪১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৮২ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর আত্রাইয়ে ভ্যানের চাপায় রিয়াদুল ইসলাম রিফাত (৫) নামে একজন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহিলা কলেজ রোডের উপজেলা প্রকৌশলী কার্যালয় অফিসের পাশে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার জয়সাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত শিশু শিক্ষার্থী উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্লে শ্রেণীর ছাত্র।
নিহত শিশুর চাচা আব্দুল মান্নান বলেন, প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর রিয়াদুলের মা ছেলেকে নিয়ে বাড়ী ফিলছিল। এসময় ছেলের পিছনে হেটে যাবার সময় মহিলা কলেজ রোডের জনস্বাস্থ্য অফিসের সামনে পৌছলে রিয়াদুল সড়ক পার হতেই দ্রুত গতিতে আসা অটো চার্জার ভ্যানের সাথে ধাক্কা লেগে চাপা পরে যায়। এসময় তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাজশাহী যাবার সময় পথি মধ্যে মারা যায়।
এদিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।