বরগুনার আমতলীতে ডাকাতি প্রস্তুতির সময় আসামী গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার
- আপডেট টাইম : ১১:৩২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ২০১ ৫০০০.০ বার পাঠক
গত ইং ১২/০৯/২০২২ খ্রি. রাত্র ০৯ঃ৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই/নিঃ মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে ৮/১০ জন পুলিশের একটি চৌকশ দল ডাকাতির প্রস্ততিকালে আমতলী থানাধীন ৭ নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের “আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালইয়” এর পিছনের খালে ইঞ্জিন চালিত নৌকার মধ্যে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র সহ ৮/১০ জন ডাকাতের মধ্যে ডাকাত সদস্য ১। মোঃ আবুলা কালাম (৫০); ২। মোঃ ফোরকান প্যাদা (৩৬) ও ৩। মোঃ শাহিন খান@ লাল্টু (২২), সর্ব সাং- পশ্চিম চিলা (৪নং হলদিইয়া ইউপি), থানা-আমতলী, জেলা-বরগুনাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ডাকাত দলের বাকি সদস্যরা এ সময় পালিয়ে যায়। এই সময় তাদের কাছে ডাকাতি কাজে ব্যবহৃত ১। ০১ টি ইঞ্জিন চালিত নৌকা; ০২। ০২টি বন্দুক সাদৃশয় বস্তু যাহা আগ্নেয়াস্ত্র নয়; ০৩। ০৩টি বগি দা; ০৪। ০১টি কাস্তে; ০৫। ০১টি সুচালো রড; ০৬। ০১টি সুচালো চরা সাবল; ০৭। ০১টি হাত করাত; ০৮। ০১টি সেলাই রেঞ্জ; ০৯। ০১টি স্ক্রু ড্রাইভার ও ১০। ০১ টি হাতুরি উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ডাকাতদের তথ্যমতে ডাকাত দলের সাথে জড়িত নান্নু গাজী (৩০) কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত।