ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে কুশিয়ারার তীরে উদ্ধারকৃত মস্তকবিহীন লাশের দাফন সম্পন্ন  গ্রাহক সেজে সাভার বিআরটিএ কার্যালয়ে দুনীতি দমন কমিশন দুদক অফিসারের অভিযান সাউন্ড থেরাপির উপকারীতা সত্যিই চমকে যাওয়ার মতোই বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ মেংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন বানচালে সক্রিয় আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল প্রদর্শন হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসী আটক মোংলায় জমি জমার বিরোধের জেরে সংঘর্ষ আহত ৩ কালিয়াকৈরে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বরগুনার ডিসি ও ইউএনও’র বিরুদ্ধে মামলা

বরগুনা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : ০৫:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • / ১৯১ ৫০০০.০ বার পাঠক

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অপর আরেক আসামি হলেন সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) বরগুনা সহকারী জেলা জজ আদালতে মামলাটি করেন পৌরশহরের আবুল কালাম নামে এক ব্যাবসায়ী। মামলাটি আমলে নিয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা পৌর শহরের এসএ অথবা আরএস খতিয়ানে রেকর্ডভূক্ত ৩২ একর জমি খাস খতিয়ানে নিয়ে একসনা বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। এজন্য তারা ৭০-১০০ বছর ধরে বসবাস করে আসছে এমন অনেকের বিরুদ্ধেই মামলা দিয়েছে। এবং তাদের রেকর্ড বাতিল করে শহরের সকল জমি খাশ খতিয়ান করার জন্য ভূমি অফিসকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক।

এ বিষয়ে বরগুনার সহকারী কমিশনার নিজাম উদ্দিন বলেন, ৩২ একর ভূমি খাস খতিয়ানে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সবাইকে একে একে নোটিশ দেওয়া হবে। আমার এখানে শুনানি হবে। পরে কেউ ক্ষুদ্ধ হলে এডিসি রাজস্ব অফিসে শুনানি করতে পারবেন। এরপরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে শুনানি হবে। সেখান থেকে ভূমি কমিশনেও যাওয়ার সুযোগ রয়েছে তাদের। আদালত আমাদের যে নির্দেশনা দেবেন তা আমাদের মানতে হবে। আদালত স্থগিত করলে আমরা প্রক্রিয়া বন্ধ রাখব।

এ বিষয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আদালত থেকে এখনো কোনো নোটিশ পাইনি। আদালত আমাকে নোটিশ দিলে আদালতের মাধ্যমে তার জবাব দেব।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বরগুনার ডিসি ও ইউএনও’র বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৫:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অপর আরেক আসামি হলেন সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) বরগুনা সহকারী জেলা জজ আদালতে মামলাটি করেন পৌরশহরের আবুল কালাম নামে এক ব্যাবসায়ী। মামলাটি আমলে নিয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা পৌর শহরের এসএ অথবা আরএস খতিয়ানে রেকর্ডভূক্ত ৩২ একর জমি খাস খতিয়ানে নিয়ে একসনা বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। এজন্য তারা ৭০-১০০ বছর ধরে বসবাস করে আসছে এমন অনেকের বিরুদ্ধেই মামলা দিয়েছে। এবং তাদের রেকর্ড বাতিল করে শহরের সকল জমি খাশ খতিয়ান করার জন্য ভূমি অফিসকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক।

এ বিষয়ে বরগুনার সহকারী কমিশনার নিজাম উদ্দিন বলেন, ৩২ একর ভূমি খাস খতিয়ানে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সবাইকে একে একে নোটিশ দেওয়া হবে। আমার এখানে শুনানি হবে। পরে কেউ ক্ষুদ্ধ হলে এডিসি রাজস্ব অফিসে শুনানি করতে পারবেন। এরপরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে শুনানি হবে। সেখান থেকে ভূমি কমিশনেও যাওয়ার সুযোগ রয়েছে তাদের। আদালত আমাদের যে নির্দেশনা দেবেন তা আমাদের মানতে হবে। আদালত স্থগিত করলে আমরা প্রক্রিয়া বন্ধ রাখব।

এ বিষয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আদালত থেকে এখনো কোনো নোটিশ পাইনি। আদালত আমাকে নোটিশ দিলে আদালতের মাধ্যমে তার জবাব দেব।