বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণ সম্পর্ক চলমান না রাখলে ভিডিও ভাইরাল করার হুমকি
- আপডেট টাইম : ০২:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ২০৪ ৫০০০.০ বার পাঠক
বরিশালে রুজু ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি নরসিংদীর রায়পুরায় র্যাব ১১ এর ক্যামপ কমান্ডার খন্দকার মোহাম্মদ শামীম হোসেন অতিরিক্ত পুলিশ সুপার এর নেতৃত্বে আটক হয়েছে।
ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ আনাচ মিয়া (৪০) পিতা মমতাজ মিয়া সা; বেগমাবাদ যাওকান্দি ওয়ার্ড নং ৫ থানা রায়পুরা জেলা নরসিংদী কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায় যে
গ্রেপ্তারকৃত আনাচ(৪০) একজন অভ্যাসগত যৌন অপরাধী সে নরসিংদী রায়পুরা এলাকার বাসিন্দা এবং কুয়েত প্রবাসী সে ফেসবুকে একজন ডিভোসি (ভিকটিম রাবিয়া বেগম (৩৮) প্রতীকী নাম বসবাস কাউনিয়া বরিশাল) এর সাথে ভুয়া প্রেমের সম্পর্ক তৈরি করে। গত চার বছর ধরে এই সম্পর্ক চলছে।
গত ২৪/০৮/২২ তারিখে বরিশালের কাউনিয়ায় ভিকটিমের
বাড়িতে বিয়ের প্রলোভনে আনাচ
তাকে ধর্ষন করে এবং তার একটি নগ্ন ছবি ভিডিও তৈরি করে।
এরপর আসামি কৌশলে পালিয়ে নরসিংদীর রায়পুরা থানা এলাকায় চলে আসে।র্যাবকে অনুরোধ করে।
এরই পরিপ্রেক্ষিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে
নরসিংদী জেলার রায়পুরা থানাধীন যাওকান্দি বেগমাবাদ এলাকা থেকে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬:৩০ মিনিটে ৬:৩০ মিনিটে গ্রেফতার করে ।
সে যৌন সম্পর্ক চালিয়ে না গেলে ভিকটিমকে তার নগ্ন ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়
নির্যাতিতা আত্মহত্যা ছাড়া আর কোনো বিকল্প ভাবছিলেন না এরপর তিনি তিনি ডিএমপির কাউনিয়া থানায় একটি মামলা
করেন মামলা নং -০৭ তারিখ_০৭/০৯/২২ ধারা_৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন) ২০২০) এবং ৮(১)৮(২) পর্নোগ্রাফি কন্ট্রোল আক্স ২০১২। অফিসার ইনচার্জ কাউনিয়া থানা আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাবকে অনুরোধ
করে। এরই পরিপ্রেক্ষিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন ঝাউকান্দি বেগমাবাদ এলাকা থেকে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামের নিকট হতে আলামত হিসেবে একটি Samsung Galaxy A21s অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করে যার Galaxy Alarms এ ১৪৬ টি নগ্ন ছবি/ভিডিও সংরক্ষিত রয়েছে।
এতদসংক্রান্ত ২ টি সিম ও উদ্ধার করা হয়েছে।
বিএমপি বরিশাল জেলার কাউনিয়া থানার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ রাহাতুল ইসলাম সিপিএসসি নরসিংদী ক্যাম্পে এসে উক্ত আসামীকে বুঝে নিয়েছেন।