অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারে বরগুনা ডিবি পুলিশের সাফল্য
- আপডেট টাইম : ০২:৪১:৪০ অপরাহ্ণ, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ২০৫ ৫০০০.০ বার পাঠক
বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আবদুস সালাম কার্যকরী নির্দেশনায় শনিবার (১০সেপ্টেম্বর) ২০২২ ইং অনুমান সাড়ে আটটায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বরগুনার একটি চৌকস টিমের অভিযানে জেলার আমতলী থানাধীন ‘আমতলী সদর হাসপাতাল’ গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে জসিম ফকির (৩৫) পিতা- মৃত জলিল ফকির, সাং- ছোট বগী পিকে, ছোট বগী ইউপি, থানা- তালতলী, জেলা- বরগুনা নামক এক ব্যাক্তিকে ২০০ পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অবৈধ মাদকের মূল্য অনুমান ৬০ হাজার টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত ব্যাক্তিকে আসামি করে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আগামীকাল ১১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে ,
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন, পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম স্যারের মাদকের উপরে জিরো টলারেন্স ঘোষণা ,তারিই ধারাবাহিকতায় বরগুনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত ব্যাক্তিকে ২০০ পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।