সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীতে পিতার হত্যার বিচার চেয়ে পৌর মেয়রের বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ
মনিরুল ইসলাম বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান।।
- আপডেট টাইম : ০৬:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৫ ৫০০০.০ বার পাঠক
পটুয়াখালী জেলার চরপাড়া নিবাসী জনাব মোঃ মাকছুদুর রহমান তালুকদার কে গত ০৬/০৯/২০২২ শ্বশান ঘাটের সামনে প্রকাশ্য দিবালোকে মেয়র মহিউদ্দিন তার গুন্ডা বাহিনী নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। মাহামান্য হাইকোর্টের রায় থাকা সত্বেও মেয়র মহিউদ্দিন খামখেয়ালি ভাবে তার জায়গার উপর রাস্তা নির্মান করেন। নদি কমিশনের চেয়ারম্যান মহোদয় তাকে ডাকলে সে সব সত্য কথা বলায় মেয়র মহিউদ্দিন তাকে ধাক্কা দেয় ও কানে ঘুশি মারলে রক্ত বের হয়ে যায়। মেয়রের বাহিনি ফারুক,এনায়েত,এনামুল তাকে ধরে শ্বশানের ভিতর নিয়ে তাকে পিটিয়ে তার মৃত্যু দেহ লাশ পোরানো ঘরে ঢেকে রাখে। আমরা তীর্ব প্রতিবাদ জানাই। ও প্রোমান সহ পেস্ট করলাম
আরো খবর.......