বরগুনার আমতলীতে আঃলীগের দুইগ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের কর্মসূচীতে উত্তপ্ত পৌর শহর
- আপডেট টাইম : ০৬:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৭২ ৫০০০.০ বার পাঠক
বরগুনার আমতলী উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো, মোয়াজ্জেম হোসেন খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। অপরদিকে এই ঘটনায় আমতলী পৌর মেয়র ও উপজেলা আ” লীগের সাধারণ সম্পাদক,এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে যুবলীগেও ছাএলীগের এক অংশের নেতাকর্মীরা।
উভয়গ্রুপের এই কর্মসূচীকে ঘীরে আমতলীতে থমথমে অবস্থা বিরাজ করছে। কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কোনরূপ অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে উপজেলায় বারতি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো, নাজমুল আহসান নান্নুর নেতৃত্বে আহত মোয়াজ্জেম খানের পক্ষে একটি প্রতিবাদ মিছিল আমতলী চৌরাস্তা দিয়ে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে এক বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক প্যানেল মেয়র জি এম মুসা, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, পৌর যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য এডভোকেট আরিফুর রহমান আরিফ উপজেলা স্বেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো, জাহিদুল ইসলাম, মিঠু মৃধা, জেলা আওয়ামীলীগের সদস্য মো, শাহজাহান কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ফকির।
বক্তারা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোয়াজ্জেম খানের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। সভায় হাজার হাজার নেতা কর্মীরা অংশ নেন। সভার শেষ মূহুর্তে চিকিৎসাধীন আহত মোয়াজ্জেম হোসেন খান বলেন, আমাকে মেয়র ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়, আমি এই হামলার বিচার চাই।
অপরদিকে ছাএলীগ ও যুবলীগের এক অংশ উদ্যোগে মেয়র মার্কেট সংলগ্ন সাকিব প্লাজার সামনে এক বিক্ষোভ সমাবেশ করেছে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলহেলাল মোড়ে সমাবেশ করে। উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক মেয়র মো, মতিয়ার রহমান ও উপজেলা চেয়ারম্যানের পৌর আ’লীগের সভাপতি মো, মজিবুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ করে সমাবেশে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মো হাবিবুর রহমান মীর, আ”লীগ নেতা মো ফরিদ ম্যালাকার, যুব লীগের সহসভাপতি মো, মাহবুব প্যাদা, সৈয়দ নাজমুল হক,কাউন্সিল জাহিদুল ইসলাম তালুকদার ছাএলীগ সভাপতি মো মাহবুবুর রহমান সম্পাদক সবুজ প্রমূখ।
১৬ আগষ্ট আমতলী উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খানকে কুপিয়ে জখন করে সন্ত্রাসীরা এর ১৬দিন পর গত ২ সেপ্টেম্বর পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান সহ ৮জনকে আসামী করে মামলা করা হয়। সেই থেকেই এই পাল্টাপাল্টি এই কর্মসূচী চলে আসছে।