আমতলীতে স্বেচ্ছাসেবকলীগ সভাপতিকে কোপানোর ঘটনায় ২ আসামী গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৯:৪২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০ ৫০০০.০ বার পাঠক
আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতিকে কোপনোর ঘটনায় অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে আমতলী থানা ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার সময় স্থানীয়দের সহযোগিতায় চাওরা ইউনিয়নের তালুকদার বাজার নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামের সুলতান মৃধার ছেলে এজাহারভুক্ত ২ নম্বর আসামী শাহাবুদ্দিন শিহাব ও ঘটনার সাথে জড়িত থাকায় আমতলী পৌরসভার কালিবাড়ি গ্রামের বেল্লাল চৌকিদারের ছেলে জিয়া ওরফে নুর আলম।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো.শহীদুল ইসলাম জানান, রাওঘা ও তালুকদার বাজারের লোকজন শাহাবুদ্দিন শিহাব ও জিয়াকে আটক করে আমাদের খবর দিলে আমরা আমতলী থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার দেড়টার সময় ঘটনাস্থলে পৌছে তাদের গ্রেপ্তার করি।
গত ১৬ আগস্ট সন্ধ্যায় বঙ্গবন্ধু সড়কের আলহেলার মোড়ের সাকিব প্লাজার সামনে দৃবৃত্তরা আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন খানকে (৫৫) কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার ১৬ দিন পর ৮ জনের নাম উল্লেখ করে মেয়াজ্জেম হোসেন খান এর ভাতিজা মো. কবির হোসেন খান একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান শাহাবুদ্দিন শিহাব ও জিয়া নামে দুজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, বরগুনার পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক মামলার পরবতীর্ কার্যক্রম তদন্তের জন্য মঙ্গলবার থেকে জেলা গোয়েন্দা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন এজাহার ভূক্ত গ্রেপ্তার হওয়া আসামী শাহাবুদ্দিন শিহাবের স্বীকারোক্তি েঅনুযায়ী জিয়া চৌকিদারকে আটক করা হয়েছে।
বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস ছালাম বলেন, মামলাটি তদন্তের জন্য বরগুনার জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।