বরগুনায় এসপির মাস্টার প্যারেড পরিদর্শন

- আপডেট টাইম : ০৫:৫৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৭০ ৫০০০.০ বার পাঠক
রবিবার (৪ সেপ্টেম্বর) ২০২২ বরগুনা জেলা পুলিশ লাইন্স-এ পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালাম গ্রহন ও প্যারেড পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম এ প্যারেড পরিদর্শন করেন। মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহন শেষে পুলিশ সুপার অস্ত্রাগার, যানবাহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। উক্ত প্যারেডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো: রফিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা (সার্কেল) তোফায়েল আহমেদ, সদর থানার (ওসি )আলী আহম্মেদ, তালতলী থানার (ওসি) শাখাওয়াত হোসেন তপু, বেতাগী থানার (ওসি) শাহ আলম, বামনা থানার (ওসি) বশির আহমেদ, পাথরঘাটা থানার (ওসি) আবুল বাশার, আমতলী থানার (ওসি) মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার (ওসি ডিবি) শহিদুল ইসলাম মিলন সহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।