কাশিমপুরে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৬:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ২৮৮ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কাশিমপুর থানা জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত , আজ ২/০৯/২০২২ ইং তারিখে বিকেল ৪ ঘটিকার সময় কাশিমপুর স্কুল মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, কে এম আমির খসরু, সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ,কেন্দ্রীয় কমিটি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব এড.আজমত উল্লাহ খান সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর মহানগর। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আঃ মজিদ (বিএসসি) আহবায়ক জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, ফ্যাক্টরী মালিকদের উদ্দেশ্যে বলেন
আপনারা দামী দামী মেশিন আমদানি করেন কোট কোটি টাকা খরচ করে,শ্রমিকদের ন্যায্য পাওনা ঠিকমতো দিবেন, ও তাদের সঠিক মূল্যায়ন করুন
শ্রমিকরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সরকার সহায়তা করে, তাদের মূখে হাঁসি ফুটানোর দায়িত্ব আপনাদের,আমি আশাবাদী ফ্যাক্টরী মালিকরা তা বুঝে
তারা শ্রমিকদের গ্রেট অনুযায়ী মূল্যায়ন পাবে তার জন্য আমি সবার সাথে আলোচনা করেছি,কাশিমপুর থানা শ্রমিকলীগের সন্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন হলে যারা নেতৃত্বে আসবে তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করবে বলে আমি আশাকরি।
ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন সোহরাব হোসেন হালিম,সভাপতি পদপ্রার্থী জাতীয় শ্রমিক লীগ কাশিমপুর থানা। আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কাশিমপুর থানা সাধারণ সম্পাদক পদপ্রার্থী আঃ রহিম সরকার। ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী।